Ajker Patrika

দিনের ছবি (২৩ মার্চ, ২০২৪)

আপডেট : ০৩ মে ২০২৫, ১৯: ৫৯
গতকাল ছিল বিশ্ব পানি দিবস। কিন্তু পানি সংকটে আছে মানিকগঞ্জের বিভিন্ন নদ-নদী। পানিশূন্য হয়ে নদীর বুকজুড়ে পড়েছে বিশাল বালুচর, কোথাও হয়েছে চাষাবাদ, কোথাও নদী দখল নিয়েছে কচুরিপানা। ঘিওর উপজেলার সিংজুরী এলাকার কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
গতকাল ছিল বিশ্ব পানি দিবস। কিন্তু পানি সংকটে আছে মানিকগঞ্জের বিভিন্ন নদ-নদী। পানিশূন্য হয়ে নদীর বুকজুড়ে পড়েছে বিশাল বালুচর, কোথাও হয়েছে চাষাবাদ, কোথাও নদী দখল নিয়েছে কচুরিপানা। ঘিওর উপজেলার সিংজুরী এলাকার কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
ফুল ফুটেছে কাঠবাদাম গাছে। আর সে ফুলের মধু সংগ্রহ করছে পিঁপড়া। নগরীর শ্রীরামপুর এলাকা থেকে তোলা, রাজশাহী, ২৩ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
ফুল ফুটেছে কাঠবাদাম গাছে। আর সে ফুলের মধু সংগ্রহ করছে পিঁপড়া। নগরীর শ্রীরামপুর এলাকা থেকে তোলা, রাজশাহী, ২৩ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
গাঁয়ের মেঠো পথের দুই পাশে ফুটে আছে অসংখ্য ফুল। এককটা ফুল ঝোপের মতো যেন বিশাল একেকটা তোড়া। এটি ‘ভাট ফুল’ নামে পরিচিত হলেও অনেকে বনজুঁই, ঘেটু ফুল বলেন। পথ ধরে হেঁটে যাচ্ছিল দুই শিশু। নজর কাড়া ভাট ফুল দেখে মুগ্ধ হয়ে বাড়ি নেওয়ার জন্য ফুল তুলছে। ঘিওর উপজেলার বানিয়াজুরী-তরা রাস্তার রাথুরা গ্রাম থেকে তোলা, মানিকগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
গাঁয়ের মেঠো পথের দুই পাশে ফুটে আছে অসংখ্য ফুল। এককটা ফুল ঝোপের মতো যেন বিশাল একেকটা তোড়া। এটি ‘ভাট ফুল’ নামে পরিচিত হলেও অনেকে বনজুঁই, ঘেটু ফুল বলেন। পথ ধরে হেঁটে যাচ্ছিল দুই শিশু। নজর কাড়া ভাট ফুল দেখে মুগ্ধ হয়ে বাড়ি নেওয়ার জন্য ফুল তুলছে। ঘিওর উপজেলার বানিয়াজুরী-তরা রাস্তার রাথুরা গ্রাম থেকে তোলা, মানিকগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
গতকাল ছিল বিশ্ব পানি দিবস। কিন্তু পানি সংকটে আছে মানিকগঞ্জের বিভিন্ন নদ-নদী। পানিশূন্য হয়ে নদীর বুকজুড়ে পড়েছে বিশাল বালুচর, কোথাও হয়েছে চাষাবাদ। এমনকি নদী ধরে চলতে দেখা যাচ্ছে মোটরসাইকেলও। ঘিওর উপজেলার সিংজুরী এলাকার কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
গতকাল ছিল বিশ্ব পানি দিবস। কিন্তু পানি সংকটে আছে মানিকগঞ্জের বিভিন্ন নদ-নদী। পানিশূন্য হয়ে নদীর বুকজুড়ে পড়েছে বিশাল বালুচর, কোথাও হয়েছে চাষাবাদ। এমনকি নদী ধরে চলতে দেখা যাচ্ছে মোটরসাইকেলও। ঘিওর উপজেলার সিংজুরী এলাকার কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
শিমুল ফুল থেকে বের হয়েছে শিমুল ফল। ফুল, ফল ও গাছে বসা এক পাখি মিলিয়ে চমৎকার দৃশ্যের জন্ম দিয়েছে। নগরীর পাঠানপাড়া এলাকা, রাজশাহী, ২৩ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
শিমুল ফুল থেকে বের হয়েছে শিমুল ফল। ফুল, ফল ও গাছে বসা এক পাখি মিলিয়ে চমৎকার দৃশ্যের জন্ম দিয়েছে। নগরীর পাঠানপাড়া এলাকা, রাজশাহী, ২৩ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
বগুড়া থেকে কাঁচা মরিচ কিনেছেন কামারখন্দের এক ব্যবসায়ী। রোদে শুকানোর পর বাছাই শেষে ভাঙিয়ে গুঁড়া করে বিক্রি করবেন তিনি। কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রাম থেকে তোলা, সিরাজগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুল্লাহ আল মারুফ
বগুড়া থেকে কাঁচা মরিচ কিনেছেন কামারখন্দের এক ব্যবসায়ী। রোদে শুকানোর পর বাছাই শেষে ভাঙিয়ে গুঁড়া করে বিক্রি করবেন তিনি। কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রাম থেকে তোলা, সিরাজগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুল্লাহ আল মারুফ
গতকাল ছিল বিশ্ব পানি দিবস। কিন্তু পানি সংকটে আছে মানিকগঞ্জের বিভিন্ন নদ-নদী। পানিশূন্য হয়ে নদীর বুকজুড়ে পড়েছে বিশাল বালুচর, কোথাও হয়েছে চাষাবাদ, কোথাও নদী দখল নিয়েছে কচুরিপানা। ঘিওর উপজেলার সিংজুরী এলাকার কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
গতকাল ছিল বিশ্ব পানি দিবস। কিন্তু পানি সংকটে আছে মানিকগঞ্জের বিভিন্ন নদ-নদী। পানিশূন্য হয়ে নদীর বুকজুড়ে পড়েছে বিশাল বালুচর, কোথাও হয়েছে চাষাবাদ, কোথাও নদী দখল নিয়েছে কচুরিপানা। ঘিওর উপজেলার সিংজুরী এলাকার কালীগঙ্গা নদী, মানিকগঞ্জ, ২৩ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
সামনে কাঁঠাল পাকার মৌসুম। পাটকেলঘাটার গাছে গাছে ঝুলছে ছোট-বড় কাঁঠাল। আমতলাডাঙ্গা বাগান থেকে তোলা, সাতক্ষীরা, ২৩ মার্চ ২০২৪। ছবি মুজিবুর রহমান
সামনে কাঁঠাল পাকার মৌসুম। পাটকেলঘাটার গাছে গাছে ঝুলছে ছোট-বড় কাঁঠাল। আমতলাডাঙ্গা বাগান থেকে তোলা, সাতক্ষীরা, ২৩ মার্চ ২০২৪। ছবি মুজিবুর রহমান

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত