Ajker Patrika

দিনের ছবি (১৭ মার্চ, ২০২৪)

আপডেট : ০৩ মে ২০২৫, ২০: ৫৭
ফুটেছে ডালিয়া ফুল। সেই ফুলের মধু আহরণ করছে ভোমর বা ভ্রমর। রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদের সামনের বাগান থেকে তোলা, রাজশাহী, ১৭ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
ফুটেছে ডালিয়া ফুল। সেই ফুলের মধু আহরণ করছে ভোমর বা ভ্রমর। রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদের সামনের বাগান থেকে তোলা, রাজশাহী, ১৭ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
কাঁঠালি চাঁপা বা কাঁঠালি চম্পা হলুদ রঙের ফুল। এদের সুবাস কাঁঠালের মতো বলে এমন নামকরণ। নগরীর রাজশাহী কলেজ চত্বর থেকে তোলা, রাজশাহী, ১৭ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
কাঁঠালি চাঁপা বা কাঁঠালি চম্পা হলুদ রঙের ফুল। এদের সুবাস কাঁঠালের মতো বলে এমন নামকরণ। নগরীর রাজশাহী কলেজ চত্বর থেকে তোলা, রাজশাহী, ১৭ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
ইরি-বোরো ধানের চারা রোপণ শেষ। এখন চলছে ধান খেতের পরিচর্যা। কেউ খেতে সার-কীটনাশক দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন। ভাঙ্গুড়া উপজেলার উত্তরমেন্দা মাঠ, পাবনা, ১৭ মার্চ ২০২৪। ছবি: মো. মনিরুজ্জামান ফারুক।
ইরি-বোরো ধানের চারা রোপণ শেষ। এখন চলছে ধান খেতের পরিচর্যা। কেউ খেতে সার-কীটনাশক দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন। ভাঙ্গুড়া উপজেলার উত্তরমেন্দা মাঠ, পাবনা, ১৭ মার্চ ২০২৪। ছবি: মো. মনিরুজ্জামান ফারুক।
ফুটেছে ডালিয়া ফুল। সেই ফুলের মধু আহরণ করছে মৌমাছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদের সামনের বাগান থেকে তোলা, রাজশাহী, ১৭ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
ফুটেছে ডালিয়া ফুল। সেই ফুলের মধু আহরণ করছে মৌমাছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদের সামনের বাগান থেকে তোলা, রাজশাহী, ১৭ মার্চ ২০২৪। ছবি: মিলন শেখ
এক সময়ের খরস্রোতা কালীগঙ্গা নদীর যে অংশে কিছু পানি রয়েছে সেখানটা কচুরি পানায় ভরা। নদীর ওপর দেখা যাচ্ছে তরা সেতু, আর তীরে কচুরি পানার রাজ্যে বাধা কয়েকটি নৌকা। ঘিওর উপজেলার তরা এলাকা, মানিকগঞ্জ, ১৭ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
এক সময়ের খরস্রোতা কালীগঙ্গা নদীর যে অংশে কিছু পানি রয়েছে সেখানটা কচুরি পানায় ভরা। নদীর ওপর দেখা যাচ্ছে তরা সেতু, আর তীরে কচুরি পানার রাজ্যে বাধা কয়েকটি নৌকা। ঘিওর উপজেলার তরা এলাকা, মানিকগঞ্জ, ১৭ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
খাবারের খোঁজে ফসলের মাঠে নেমেছে বকের ঝাঁক। ঘিওর উপজেলার কাউটিয়া গ্রাম, মানিকগঞ্জ, ১৭ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
খাবারের খোঁজে ফসলের মাঠে নেমেছে বকের ঝাঁক। ঘিওর উপজেলার কাউটিয়া গ্রাম, মানিকগঞ্জ, ১৭ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
এক সময়ের খরস্রোতা কালীগঙ্গা নদীর বুকজুড়ে এখন ধু ধু বালুচর, কোথাও চাষাবাদ হয়েছে। কয়েক স্থানে একটা সরু ধারা প্রবাহিত হচ্ছে। নদীর যে অংশে কিছু পানি রয়েছে সেখানটা কচুরি পানায় ভরা। ঘিওর উপজেলার তরা এলাকা, মানিকগঞ্জ, ১৭ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
এক সময়ের খরস্রোতা কালীগঙ্গা নদীর বুকজুড়ে এখন ধু ধু বালুচর, কোথাও চাষাবাদ হয়েছে। কয়েক স্থানে একটা সরু ধারা প্রবাহিত হচ্ছে। নদীর যে অংশে কিছু পানি রয়েছে সেখানটা কচুরি পানায় ভরা। ঘিওর উপজেলার তরা এলাকা, মানিকগঞ্জ, ১৭ মার্চ ২০২৪। ছবি: আব্দুর রাজ্জাক
ইরি-বোরো ধানের চারা রোপণ শেষ। এখন চলছে ধান খেতের পরিচর্যা। কেউ খেতে সার-কীটনাশক দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন। ভাঙ্গুড়া উপজেলার উত্তরমেন্দা মাঠ, পাবনা, ১৭ মার্চ ২০২৪। ছবি: মো. মনিরুজ্জামান ফারুক।
ইরি-বোরো ধানের চারা রোপণ শেষ। এখন চলছে ধান খেতের পরিচর্যা। কেউ খেতে সার-কীটনাশক দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন। ভাঙ্গুড়া উপজেলার উত্তরমেন্দা মাঠ, পাবনা, ১৭ মার্চ ২০২৪। ছবি: মো. মনিরুজ্জামান ফারুক।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত