জেলেদের যেন বিপদে না ফেলে
প্রতিবছরই মাছের সংখ্যা বৃদ্ধি, সুষ্ঠু প্রজনন ও আহরণের জন্য সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ বছর ২০ মে থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় সব প্রজাতির সামুদ্রিক মাছ যেমন টুনা, চিংড়ি, লবস্টার, কাটল ধরা যাবে না।