সম্পাদকীয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি জানেন না, সব খেলা একই নিয়মে হয় না? সিন্ডিকেট সভা যদি ডেকে থাকেন উপাচার্য, তাহলে বুঝতে হবে তার একটা মাজেজা আছে। সেই সঙ্গে ছাত্রলীগের সদস্য এবং বহিরাগত ব্যক্তিরা যদি উপাচার্য ভবনের সামনে ভিড় জমান, তাহলে বুঝতে হবে খেলা জমে গেছে।
সভা ডাকা হয়েছিল মঙ্গলবার সকালে। প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ চেয়েছিলেন, এ সময় যেন সিন্ডিকেটের নিয়মিত সভাটি না হয়। উপাচার্যের বিদায়ঘণ্টা বেজে উঠেছে, তাই এ সময় যদি সিন্ডিকেট সভা হয়, তাহলে অ্যাডহক নিয়োগের মহাযজ্ঞ ঘটে যেতে পারে। ইজারাসহ কিছু অনিয়ম হতে পারে। শিক্ষকেরা ভেবেছিলেন, ৬ মে উপাচার্যের মেয়াদ শেষ হলে নতুন উপাচার্য আসার পরই সিন্ডিকেট সভাটি হলে ভালো হয়। আর তা নিয়েই ঘটে গেল ছাত্রলীগের সঙ্গে শিক্ষকদের বচসা। বোঝা গেল, সিন্ডিকেট সভায় এমন কিছু ঘটতে যাচ্ছিল, যাতে কোনো অনৈতিক পন্থা অবলম্বন করা হতে পারে। শিক্ষকেরা যখন প্রক্টর মোহাম্মদ লুৎফর রহমানকে বহিরাগত ব্যক্তিদের বের করে দিতে বলেন, তখন প্রক্টর শিক্ষকদের সঙ্গে ঝগড়াই করেছেন, বহিরাগত ব্যক্তিদের বাইরে বেরিয়ে যাওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি।
শিক্ষকেরা উপাচার্যের বাসভবনে ঢুকতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আবদার করেন, ‘না স্যার, ভেতরে ঢোকা যাবে না!’ একজন তো অসাধারণ ক্ষিপ্রতায় বলে ওঠেন, ‘তাহলে কিন্তু স্যার গুলি করে দেব একদম!’ যিনি এ কথা বলেছেন, তিনি ছিলেন চাকরিপ্রার্থী।
বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার আলয়। কিন্তু এই শিক্ষা লাভের পরিসরটি রাজনীতি ও দুর্নীতির সঙ্গে দিব্যি হেসেখেলে বন্ধুত্ব পাতানোর কারণে লেখাপড়ার চেয়ে অন্যান্য দিকেই দৃষ্টি থাকে প্রশাসনের। আমাদের অতীত রাজনীতি বলে দেয়, যেকোনো প্রগতিশীল আন্দোলনে ছাত্ররা সব সময় অংশ নিয়েছে। পাল্টে যাওয়া দিনগুলোয় দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার আগেই আখের গোছানোর অনেক কিছুই পেয়ে যায় বিশ্ববিদ্যালয়ে। সবচেয়ে বড় যেটা পায়, সেটা হলো অনৈতিক কাজে প্রশাসনের সমর্থন। যেহেতু লাভালাভটি ভাইস ভার্সা, তাই প্রশাসন ও ক্ষমতা আঁকড়ে ধরা শিক্ষার্থী দল একে অন্যের পরিপূরক হয়ে নিজেদের ষোলোকলা পূর্ণ করে নেয়।
প্রগতিশীল শিক্ষক এর দল কেন যে এই ব্যাপারগুলো বোঝেন না, নিতান্ত গায়ে পড়ে অপমানিত হন, সেটা বোঝা কঠিন। লাভের গুড়ে তাঁরাও তো ভাগ বসাতে পারতেন! আর সেটা করলেই এই সম্পাদকীয়টি লিখতে হতো না।
সিন্ডিকেট সভাটি এই অসংস্কৃত আচরণের ডামাডোলে স্থগিত হয়ে গেছে। তাতে বহিরাগত ব্যক্তি ও শিক্ষার্থীদের লাভের গুড় খাওয়ার জন্য যাঁরা উপস্থিত হয়েছিলেন, তাঁরা নিশ্চয়ই কিছুটা হতাশ হয়েছেন। তবে তাঁদের এই হতাশ হওয়ায় অন্তত একটি ব্যাপারে আমরা বলতে পারি, কিছুদিনের জন্য অনৈতিকতা থেকে মুক্তি পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে কী হবে, সেটা আগাম বলতে পারবে না কেউ।
রসিকতা থাক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দিনে দিনে যেদিকে যাচ্ছে, তাতে কিছুদিনের মধ্যেই গবেষণা ও পড়াশোনা নিয়ে গর্ব করার মতো কিছুই আর বাকি থাকবে না। শিক্ষকেরা নিজের মর্যাদা ধরে রাখতে পারছেন না, শিক্ষার্থীরা তাদের আরদ্ধ কাজের সঙ্গে না থেকে ভিন্ন দিকে মাথা ঘামাচ্ছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তীর্থের কাকের মতো চেয়ে থাকছে সরকারের দিকে, কারও ওপর নেক নজর পড়লেই কেল্লাফতে! এই অবস্থা একটি দেশের শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।
উপাচার্য মহাশয় কেন বিদায়ের মাত্র দুদিন আগে সিন্ডিকেট সভা ডাকার ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিলেন না, সেটা ভাবতে গেলেই বিশ্ববিদ্যালয়ের ট্রাজেডিগুলো বারবার মনে আঘাত করতে থাকে। এই করুণ গাথা থেকে বের হওয়ার কোনো পথ খোলা আছে কি না, আপাতদৃষ্টিতে তা বোঝার কোনো উপায় নেই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কি জানেন না, সব খেলা একই নিয়মে হয় না? সিন্ডিকেট সভা যদি ডেকে থাকেন উপাচার্য, তাহলে বুঝতে হবে তার একটা মাজেজা আছে। সেই সঙ্গে ছাত্রলীগের সদস্য এবং বহিরাগত ব্যক্তিরা যদি উপাচার্য ভবনের সামনে ভিড় জমান, তাহলে বুঝতে হবে খেলা জমে গেছে।
সভা ডাকা হয়েছিল মঙ্গলবার সকালে। প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ চেয়েছিলেন, এ সময় যেন সিন্ডিকেটের নিয়মিত সভাটি না হয়। উপাচার্যের বিদায়ঘণ্টা বেজে উঠেছে, তাই এ সময় যদি সিন্ডিকেট সভা হয়, তাহলে অ্যাডহক নিয়োগের মহাযজ্ঞ ঘটে যেতে পারে। ইজারাসহ কিছু অনিয়ম হতে পারে। শিক্ষকেরা ভেবেছিলেন, ৬ মে উপাচার্যের মেয়াদ শেষ হলে নতুন উপাচার্য আসার পরই সিন্ডিকেট সভাটি হলে ভালো হয়। আর তা নিয়েই ঘটে গেল ছাত্রলীগের সঙ্গে শিক্ষকদের বচসা। বোঝা গেল, সিন্ডিকেট সভায় এমন কিছু ঘটতে যাচ্ছিল, যাতে কোনো অনৈতিক পন্থা অবলম্বন করা হতে পারে। শিক্ষকেরা যখন প্রক্টর মোহাম্মদ লুৎফর রহমানকে বহিরাগত ব্যক্তিদের বের করে দিতে বলেন, তখন প্রক্টর শিক্ষকদের সঙ্গে ঝগড়াই করেছেন, বহিরাগত ব্যক্তিদের বাইরে বেরিয়ে যাওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি।
শিক্ষকেরা উপাচার্যের বাসভবনে ঢুকতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আবদার করেন, ‘না স্যার, ভেতরে ঢোকা যাবে না!’ একজন তো অসাধারণ ক্ষিপ্রতায় বলে ওঠেন, ‘তাহলে কিন্তু স্যার গুলি করে দেব একদম!’ যিনি এ কথা বলেছেন, তিনি ছিলেন চাকরিপ্রার্থী।
বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার আলয়। কিন্তু এই শিক্ষা লাভের পরিসরটি রাজনীতি ও দুর্নীতির সঙ্গে দিব্যি হেসেখেলে বন্ধুত্ব পাতানোর কারণে লেখাপড়ার চেয়ে অন্যান্য দিকেই দৃষ্টি থাকে প্রশাসনের। আমাদের অতীত রাজনীতি বলে দেয়, যেকোনো প্রগতিশীল আন্দোলনে ছাত্ররা সব সময় অংশ নিয়েছে। পাল্টে যাওয়া দিনগুলোয় দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার আগেই আখের গোছানোর অনেক কিছুই পেয়ে যায় বিশ্ববিদ্যালয়ে। সবচেয়ে বড় যেটা পায়, সেটা হলো অনৈতিক কাজে প্রশাসনের সমর্থন। যেহেতু লাভালাভটি ভাইস ভার্সা, তাই প্রশাসন ও ক্ষমতা আঁকড়ে ধরা শিক্ষার্থী দল একে অন্যের পরিপূরক হয়ে নিজেদের ষোলোকলা পূর্ণ করে নেয়।
প্রগতিশীল শিক্ষক এর দল কেন যে এই ব্যাপারগুলো বোঝেন না, নিতান্ত গায়ে পড়ে অপমানিত হন, সেটা বোঝা কঠিন। লাভের গুড়ে তাঁরাও তো ভাগ বসাতে পারতেন! আর সেটা করলেই এই সম্পাদকীয়টি লিখতে হতো না।
সিন্ডিকেট সভাটি এই অসংস্কৃত আচরণের ডামাডোলে স্থগিত হয়ে গেছে। তাতে বহিরাগত ব্যক্তি ও শিক্ষার্থীদের লাভের গুড় খাওয়ার জন্য যাঁরা উপস্থিত হয়েছিলেন, তাঁরা নিশ্চয়ই কিছুটা হতাশ হয়েছেন। তবে তাঁদের এই হতাশ হওয়ায় অন্তত একটি ব্যাপারে আমরা বলতে পারি, কিছুদিনের জন্য অনৈতিকতা থেকে মুক্তি পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে কী হবে, সেটা আগাম বলতে পারবে না কেউ।
রসিকতা থাক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দিনে দিনে যেদিকে যাচ্ছে, তাতে কিছুদিনের মধ্যেই গবেষণা ও পড়াশোনা নিয়ে গর্ব করার মতো কিছুই আর বাকি থাকবে না। শিক্ষকেরা নিজের মর্যাদা ধরে রাখতে পারছেন না, শিক্ষার্থীরা তাদের আরদ্ধ কাজের সঙ্গে না থেকে ভিন্ন দিকে মাথা ঘামাচ্ছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তীর্থের কাকের মতো চেয়ে থাকছে সরকারের দিকে, কারও ওপর নেক নজর পড়লেই কেল্লাফতে! এই অবস্থা একটি দেশের শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।
উপাচার্য মহাশয় কেন বিদায়ের মাত্র দুদিন আগে সিন্ডিকেট সভা ডাকার ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিলেন না, সেটা ভাবতে গেলেই বিশ্ববিদ্যালয়ের ট্রাজেডিগুলো বারবার মনে আঘাত করতে থাকে। এই করুণ গাথা থেকে বের হওয়ার কোনো পথ খোলা আছে কি না, আপাতদৃষ্টিতে তা বোঝার কোনো উপায় নেই।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ-সংঘাত, দুরবস্থা, দ্বৈতনীতি, পক্ষপাতিত্ব ইত্যাদির ভেতর বাংলাদেশ কেমন আছে? ফুটন্ত তেলের কড়াই থেকে জ্বলন্ত চুলা, আবার চুলা থেকে টগবগে কড়াই—এই তো চলছে এ দেশের জনগণকে নিয়ে। বরং যত দিন যাচ্ছে কড়াইয়ের তেল ও চুলার আগুন উভয়ই আরও উত্তপ্ত ও পরাবাস্তব হয়ে উঠছে।
১০ মিনিট আগেগত আট মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী দৃশ্যমানতা তৈরি হয়েছে ২৬টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের রেশ না কাটতেই একে একে এদের উত্থান অনেককেই বিস্মিত করেছে, কেউ কেউ দেখেছেন সম্ভাবনার নতুন আলো, আবার কেউ কেউ দেখেছেন এটি বিদ্যমান রাজনৈতিক অস্থিরতারই
১৩ মিনিট আগেশিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএতে নিয়োগ নিয়ে যা হয়ে গেল, তাকে ‘ম্যাজিক কারবার’ বলা হলে ভুল বলা হবে না। সকালে পরীক্ষা নিয়ে রাতেই ফল প্রকাশ করার এক অতি মানবীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ডিআইএ। তারাই প্রশ্নপত্র প্রণয়ন করেছে, তারাই খাতা মূল্যায়নের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিল। সুতরাং এই ম্যাজিকের জন্মদাতা কে—তা
১৭ মিনিট আগেবাংলাদেশে এখন প্রেমও রাজনৈতিক। আগে প্রেমে পড়লে মানুষ কবিতা লিখত, এখন ফেসবুক স্ট্যাটাস দেয়। একসময় ‘কিছু বলব না, বুঝে নিও’ টাইপ প্রেমিকা ছিল—এখন ‘টক্সিসিটিই প্রেমের সৌন্দর্য’ বলে নিজের ফ্যান-ফলোয়ারদের মাঝে থ্রো করে দেয় একখানা থিওরিটিক্যাল বোমা।
২২ মিনিট আগে