Ajker Patrika

রোহিঙ্গাদের ফেরার পরিবেশ এখনো তৈরি হয়নি: যুক্তরাষ্ট্র 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রোহিঙ্গাদের ফেরার পরিবেশ এখনো তৈরি হয়নি: যুক্তরাষ্ট্র 

বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মত পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র। নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৃহস্পতিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

বাংলাদেশে চার দিনের সফরে আসা উজরা জেয়া বুধবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির সরেজমিন পরিদর্শন করেন। সেখানে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর মার্কিন এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ‘জেনেবুঝে, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায়’ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য পরিবেশ তৈরির যে চেষ্টা চলছে, তা সমর্থন করে। তবে তেমন পরিবেশ এখনো তৈরি হয়নি।

উজরা জেয়া বলেন, যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও মিয়ানমারে অবস্থিত একই সম্প্রদায়ের সদস্য ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও ৭ কোটি ৪০ লাখ ডলার দেবে। এই ৭ কোটি ৪০ লাখ ডলার ২০১৭ সাল থেকে এ পর্যন্ত দেওয়া ২১০ কোটি ডলারের অতিরিক্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে উজরা জেয়ার বৃহস্পতিবারের বৈঠকগুলোয় বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোলা হয়।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব মার্কিন এই কর্মকর্তাকে জানান, আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ বিপদে আছে। তাদের অনেকে খুনোখুনি, মানবপাচার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। কক্সবাজারে বছরের পর বছর তাদের অবস্থান আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব রাখাইনে ফেরত পাঠানো দরকার।

পররাষ্ট্রসচিব প্রেস ব্রিফিংয়ে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ বেশি জোর দিচ্ছে। 

চীনের মাধ্যমে ত্রিপক্ষীয় ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে অল্পসংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর যে চেষ্টা চলছে, সে বিষয়ে মার্কিন এই কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত