বিশেষ প্রতিনিধি, ঢাকা
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন কমিশনের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়িয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনটি আজ থেকেই কার্যকর ধরা হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর রাজধানীর পিলখানায় বিদ্রোহ করেন বাহিনীর কয়েক শ সদস্য। দুই দিন ধরে চলা বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনার দুদিন পর ২৮ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক মামলা হয়। হত্যার ঘটনায় করা মামলায় সাড়ে আট শ ব্যক্তিকে আসামি করা হয়।
২০১৩ সালের ৫ নভেম্বর ওই মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন আসামি। রায় ঘোষণার আগেই মৃত্যু ঘটে চার আসামির।
জুলাই গণ-অভ্যুত্থানের পর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্তের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানায় ভুক্তভোগীদের পরিবার থেকে শুরু করে বিভিন্ন মহল।
এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ডের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়।
এর কিছু দিন পর ২৪ ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে স্বাধীন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হলেও পরে কমিশনের মেয়াদ তিন মাস বাড়ানো হয়।
কমিশনকে বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করতে বলা হয়।
একই সঙ্গে হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা ও ঘটনাসংশ্লিষ্ট অন্যান্য বিষয়সহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিত করার দায়িত্ব এই কমিশনকে দেওয়া হয়।
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন কমিশনের মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়িয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনটি আজ থেকেই কার্যকর ধরা হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর রাজধানীর পিলখানায় বিদ্রোহ করেন বাহিনীর কয়েক শ সদস্য। দুই দিন ধরে চলা বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনার দুদিন পর ২৮ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক মামলা হয়। হত্যার ঘটনায় করা মামলায় সাড়ে আট শ ব্যক্তিকে আসামি করা হয়।
২০১৩ সালের ৫ নভেম্বর ওই মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন আসামি। রায় ঘোষণার আগেই মৃত্যু ঘটে চার আসামির।
জুলাই গণ-অভ্যুত্থানের পর বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃ তদন্তের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানায় ভুক্তভোগীদের পরিবার থেকে শুরু করে বিভিন্ন মহল।
এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ডের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করা হয়।
এর কিছু দিন পর ২৪ ডিসেম্বর পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে স্বাধীন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হলেও পরে কমিশনের মেয়াদ তিন মাস বাড়ানো হয়।
কমিশনকে বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করতে বলা হয়।
একই সঙ্গে হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ সংঘটনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা ও ঘটনাসংশ্লিষ্ট অন্যান্য বিষয়সহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিত করার দায়িত্ব এই কমিশনকে দেওয়া হয়।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ মনে করে যে, শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একক কারিগর। তাই তাকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় এক ধরণের পারিবারিক উত্তরাধিকার হিসেবে চিত্রিত করে শেখ মুজিবের কন্যা হিসেবে শেখ হাসিনাকে ‘জাতির অভিভাবক’ রুপে উপস্থাপন করা হয়।
৩৮ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজে আঘাত হেনেছে একটি লাগেজ ট্রলি। এতে উড়োজাহাজটির বাইরের অংশের সামান্য ক্ষতি হয়। তবে দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না।
১ ঘণ্টা আগেইরানে বসবাসরত প্রত্যাবাসন-ইচ্ছুক বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) মোট ২৮ জন পাকিস্তানের করাচি হয়ে ঢাকায় অবতরণ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগেসামরিক ও সরকারি বাহিনীর ব্যবহৃত অস্ত্র ও গুলি ছোঁড়ার সক্ষমতা সম্পন্ন সব ধরনের অস্ত্র নিষিদ্ধ। নির্দিষ্ট বোরের অস্ত্র, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং সামরিক মানের যন্ত্রাংশসম্পন্ন যেকোনো আগ্নেয়াস্ত্রের ওপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
৪ ঘণ্টা আগে