নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯–এর ধারা–৯ (২) অনুযায়ী সৈয়দ জামিল আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।
শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সৈয়দ জামিল আহমেদ নাট্য নির্দেশক ও পরিচালক। তাঁর জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে সৈয়দ জামিল আহমেদ ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
চাকা, বিষাদসিন্ধু (ঢাকা) এবং এক হাজার অউর এক থি রাতে (করাচি) তাঁর ব্যতিক্রমধর্মী সফল নির্দেশনা। এ ছাড়া তিনি অচলায়তন, কিত্তনখোলা, কেরামত মঙ্গল (ঢাকা), গুড উইমেন অব সেজুয়ান (কলকাতা) নাটকের ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ গবেষণা কাজের মধ্য দিয়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই লেখেন। এর মধ্যে ‘অচিনপাখি ইনফিনিটি: ইন্ডিজিনাস থিয়েটার অব বাংলাদেশ’ অন্যতম।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯–এর ধারা–৯ (২) অনুযায়ী সৈয়দ জামিল আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।
শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সৈয়দ জামিল আহমেদ নাট্য নির্দেশক ও পরিচালক। তাঁর জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ ডিগ্রি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে সৈয়দ জামিল আহমেদ ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
চাকা, বিষাদসিন্ধু (ঢাকা) এবং এক হাজার অউর এক থি রাতে (করাচি) তাঁর ব্যতিক্রমধর্মী সফল নির্দেশনা। এ ছাড়া তিনি অচলায়তন, কিত্তনখোলা, কেরামত মঙ্গল (ঢাকা), গুড উইমেন অব সেজুয়ান (কলকাতা) নাটকের ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ গবেষণা কাজের মধ্য দিয়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই লেখেন। এর মধ্যে ‘অচিনপাখি ইনফিনিটি: ইন্ডিজিনাস থিয়েটার অব বাংলাদেশ’ অন্যতম।
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখায় ইউনেসকোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো।
২২ মিনিট আগে১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের টাকা চেয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বিষয়গুলো তুলে ধরা হয়।
২ ঘণ্টা আগেএস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৩ ঘণ্টা আগেপিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন প্রকল্পের কাজ না করে মোট ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ ও পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীসহ ২৭ জনের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩ ঘণ্টা আগে