অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আজ সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
ইসি সূত্র জানায়, আজ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ নিয়ে কোনো দাবি, আপত্তি ও সংশোধনীর প্রয়োজন হলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সংশোধনী কর্তৃপক্ষ ৩০ জানুয়ারির মধ্যে তা নিষ্পত্তি করবে। ৯ ফেব্রুয়ারির মধ্যে দাখিল হওয়া আবেদনের ওপর গ্রহণ করা সিদ্ধান্ত সন্নিবেশন করতে হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোটার তালিকার প্রসঙ্গে সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আমাদের হাতে আছে, তার মধ্যে ১৩ লাখ আমরা ২০২২ সালে সংগ্রহ করেছিলাম। আর বাকি ৪ লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ আমাদের ধারণা খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার হতে পারে, যেটা ১ জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। এই সংখ্যাটা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।
ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর একদিকে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। অপর দিকে ২০ জানুয়ারির দিক থেকে বাড়ি বাড়ি গিয়ে আগামী বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।
ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার রয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আজ সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
ইসি সূত্র জানায়, আজ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ নিয়ে কোনো দাবি, আপত্তি ও সংশোধনীর প্রয়োজন হলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সংশোধনী কর্তৃপক্ষ ৩০ জানুয়ারির মধ্যে তা নিষ্পত্তি করবে। ৯ ফেব্রুয়ারির মধ্যে দাখিল হওয়া আবেদনের ওপর গ্রহণ করা সিদ্ধান্ত সন্নিবেশন করতে হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোটার তালিকার প্রসঙ্গে সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আমাদের হাতে আছে, তার মধ্যে ১৩ লাখ আমরা ২০২২ সালে সংগ্রহ করেছিলাম। আর বাকি ৪ লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ আমাদের ধারণা খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার হতে পারে, যেটা ১ জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। এই সংখ্যাটা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।
ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর একদিকে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। অপর দিকে ২০ জানুয়ারির দিক থেকে বাড়ি বাড়ি গিয়ে আগামী বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।
ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার রয়েছে।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার পদক্ষেপ কামনা করেছেন কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। আজ রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অফিশিয়াল প্যাডে তাঁর স্বাক্ষরিত একটি চিঠি প্রধান উপদেষ্টাকে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ। জবানবন্দিতে তিনি বলেছেন, যাত্রাবাড়ী এলাকায় পুলিশ পাখির মতো গুলি করেছে।
১ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপের মাধ্যমে তৈরি করার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে বিশেষজ্ঞদেরও সঙ্গে আলোচনা চলবে। আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী এবং বান্দরবানের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর বাহাদুর উশৈসিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রুর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে