Ajker Patrika

সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত, ৫ হাজারের বেশি ওয়েবসাইট ডাউন

অনলাইন ডেস্ক
ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি
ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে।

আজ শুক্রবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমেদ বলেন, নেটওয়ার্ক স্বাভাবিক অবস্থায় ফেরাতে পল্লি বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

তিনি জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে টেলিকম সাইটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৫ হাজারের বেশি ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। বর্তমানে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিপর্যয়ের একটি একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরেছেন ফয়েজ আহমেদ—

  • মোট মেইনস বিকল: ৮২৬২ (৪৪ শতাংশ)
  • মোট চালু সাইট: ৬৪.২ শতাংশ
  • মোট সাইট ডাউন: ৫৯০৪ (৩৫.৮ শতাংশ)
  • (পিজি) পোর্টেবল জেনারেটর সংযুক্ত: ৬২৪
  • পিজি পথে রয়েছে: ৫০৪
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত