কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরকার আতঙ্কিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক গবেষণা সম্মেলনের পর আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে সংশয়ের প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
আমেরিকা যাদের ওপর চাপ দিতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের আশঙ্কার কোনো কারণ নেই। আমেরিকা যাদের ওপর চাপ প্রয়োগ করতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। মনে আছে নরেন্দ্র মোদির ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছিল। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। বড় লোকেরা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে। আরেকদিকে চলে যায়। তাই নিষেধাজ্ঞা নিয়ে আমরা মোটেই আতঙ্কিত নই।’
আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘খুব ভালো’ বলে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্পর্ক ভালো বলেই তারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো।’
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জারি করা ভ্রমণ সতর্কতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্রমণ সতর্কতা দেওয়া হয় দায়দায়িত্ব এড়ানোর জন্য। সতর্কতা জারির পর যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় পণ্যের আঞ্চলিক ও বৈশ্বিক রপ্তানি বাজার বহুমুখী করতে বাংলাদেশের বৈদেশিক মিশনের ভূমিকার ওপর জোর দেন।
বিআইআইএসএস চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. আব্দুল মুবীন, বিআইআইএসএস গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর এবং গবেষক ড. সুফিয়া খানম, ড. রাজিয়া সুলতানা, মৌটুসি ইসলাম, নাহিয়ান সাজিদ খান, এম আশিক রহমান, নাহিয়ান রেজা সাব্রিয়েট, আয়শা বিনতে তৌহিদ ও মো. রাফিদ আবরার মিয়া প্রমুখ।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরকার আতঙ্কিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক গবেষণা সম্মেলনের পর আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে সংশয়ের প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
আমেরিকা যাদের ওপর চাপ দিতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের আশঙ্কার কোনো কারণ নেই। আমেরিকা যাদের ওপর চাপ প্রয়োগ করতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। মনে আছে নরেন্দ্র মোদির ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছিল। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। বড় লোকেরা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে। আরেকদিকে চলে যায়। তাই নিষেধাজ্ঞা নিয়ে আমরা মোটেই আতঙ্কিত নই।’
আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘খুব ভালো’ বলে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্পর্ক ভালো বলেই তারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো।’
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জারি করা ভ্রমণ সতর্কতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্রমণ সতর্কতা দেওয়া হয় দায়দায়িত্ব এড়ানোর জন্য। সতর্কতা জারির পর যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় পণ্যের আঞ্চলিক ও বৈশ্বিক রপ্তানি বাজার বহুমুখী করতে বাংলাদেশের বৈদেশিক মিশনের ভূমিকার ওপর জোর দেন।
বিআইআইএসএস চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. আব্দুল মুবীন, বিআইআইএসএস গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর এবং গবেষক ড. সুফিয়া খানম, ড. রাজিয়া সুলতানা, মৌটুসি ইসলাম, নাহিয়ান সাজিদ খান, এম আশিক রহমান, নাহিয়ান রেজা সাব্রিয়েট, আয়শা বিনতে তৌহিদ ও মো. রাফিদ আবরার মিয়া প্রমুখ।
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ ঘণ্টা আগেকোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান, তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও ছেলে মো. আসিবুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণীর নোটিশ
১২ ঘণ্টা আগেভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির শিকার হয়ে মারা যাওয়া ২৩ ব্যক্তিকে লিবিয়ায় দাফন করা হয়েছে। এসব মৃতদেহের অবয়ব দেখে রেড ক্রিসেন্টসহ লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, নিহতরা বাংলাদেশের নাগরিক। এদিকে নৌকাডুবির ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
১২ ঘণ্টা আগেইতালিতে পাঠানোর নাম করে নিরীহ চাকরিপ্রার্থীদের লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায় করছে ভয়ঙ্কর নিষ্ঠুর মাফিয়া চক্র। সম্প্রতি ইতালিসহ বিশ্বের কয়েকটি গন্তব্যে যেতে আগ্রহী কর্মীদের প্রতারণার ফাঁদে ফেলার প্রবণতা বেড়েছে। মানব পাচারকারীদের কবলে পড়ে নৌকাডুবিতে মৃত্যু ছাড়াও নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে অনেকে।
১৩ ঘণ্টা আগে