Ajker Patrika

সরকার কোনো চাপ অনুভব করছে না: সংসদে নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকার কোনো চাপ অনুভব করছে না: সংসদে নৌ প্রতিমন্ত্রী

সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সোমবার জাতীয় সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বলা হচ্ছে বাংলাদেশের ওপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কয়েক দিন আগে জাপান, আমেরিকা, যুক্তরাজ্য, কাতার, সুইজারল্যান্ড সফর করেছিলেন। সরকার তো কোনো চাপ অনুভব করছে না। চাপে আছে তারা যাদেরকে এই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছেন। ২০০৮ সালের নির্বাচনে ২৯টি আসন পেয়ে বিরোধী দলে বসেছিল বিএনপি। তারা আজকে বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করছে। তারাতো চোর, খুনি, লুটেরা। 

২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর তারা দেশে জঙ্গিবাদ–সাম্প্রদায়িকতা করেছিল উল্লেখ করে তিনি বলেন, বাংলা ভাই, শায়খ আবদুর রহমানদের তৈরি করে বাংলাদেশে জঙ্গিবাদকে শৈল্পিক রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন খালেদা জিয়ারা। আজকে তারা বড় বড় কথা বলে। তারা এখন আবার বাংলাদেশকে জঙ্গিবাদে রূপান্তর করতে চায়।

তিনি বলেন, হাসানুল হক ইনু আজকে সংসদে বললেন আমেরিকা নাকি এই দেশে পুতুল সরকার করতে চায়। খালেদা জিয়ার পুতুল সরকার দণ্ডিত হয়ে আজকে কারাগারে। যত দিন পর্যন্ত শেখ হাসিনা আছেন বাংলাদেশে আর কখনোই পুতুল সরকার আসবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত