Ajker Patrika

তুরস্কে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৩৮
তুরস্কে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ 

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রলয়ংকরী ভূমিকম্পে গোলাম সাঈদ রিংকু নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তুরস্ক থেকে বাংলাদেশের দুই কূটনীতিক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শাহনাজ গাজী ও ইস্তাম্বুলে কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম আজকের পত্রিকাকে জানান, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খাহরামানমারাসে দুই বাংলাদেশি শিক্ষার্থী একটি ভবনে থাকতেন, সেটি বিধ্বস্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন বের হতে পেরেছেন। তাঁর সঙ্গে আলাপের সূত্রে জানা গেছে, গোলাম সাঈদ রিংকু নিখোঁজ রয়েছেন। 

মোহাম্মদ নূরে-আলম বরাত দিয়ে দুই কূটনীতিক বলেন, ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো নিম্ন তাপমাত্রা এবং তুষারপাতের মধ্যে অনেকে অসুবিধায় আছেন। বাংলাদেশের অনারারি কনসালের সঙ্গে মিশনগুলোর যোগাযোগ রাখছে। যাঁরা অসুবিধায় আছেন, মিশন তাঁদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা করছে। 

গাজিয়ানতাপ এলাকায় বাংলাদেশের বেশির ভাগ নাগরিক ভালো আছেন জানিয়ে শাহনাজ গাজী বলেন, ভূমিকম্পের পর অনেকে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। 

সিরিয়া ও তুরস্ক হয়ে অনেকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকেন জানিয়ে তিনি বলেন, এমন অনেক নাগরিক দূতাবাসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখে না। 

শোক ও সমবেদনা 
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত