Ajker Patrika

কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা

বিশেষ প্রতিনিধি, ঢাকা 
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২: ৫১
রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

ফেসবুকে লেখার কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আজ রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। জরুরি সেবা ছাড়া কোনো ধরনের অফিশিয়াল কার্যক্রমে অংশ নিচ্ছেন না তাঁরা।

রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান রোববার আজকের পত্রিকাকে বলেন, ২৫ ক্যাডারের কর্মকর্তারা সারা দেশে এই কর্মসূচি পালন করছেন। কালো ব্যাজ ধারণ করে যার যার অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। ২৫ ক্যাডারের কেউ দাপ্তরিক কাজ করছেন না, তবে জরুরি সেবা কার্যক্রম চলছে।

রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

আগামী এক সপ্তাহের মধ্যে ২৫ ক্যাডারের দাবি সরকার মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত