Ajker Patrika

চলতি অক্টোবরে ডেঙ্গু রোগী ছাড়াল ৪ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি অক্টোবরে ডেঙ্গু রোগী ছাড়াল ৪ হাজার

ডেঙ্গুর প্রকোপ গত দুই দিন কম থাকলেও আবারও বেড়েছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জন। এ নিয়ে চলতি অক্টোবর মাসের ২৩ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ১২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৫৫ জন এবং ঢাকার বাইরের ৩৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৩১৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে চলতি মাসে মারা গেছেন ১৭ জন। আর চলতি বছরে সর্বমোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী এখন ভর্তি রয়েছেন ৮৩৮ জন এবং ঢাকার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৬৯ জন রোগী ভর্তি আছেন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছেন ১৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৭ জন, মুগদা জেনারেল হাসপাতালে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনসহ মোট ৫৭। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কীটতত্ত্ববিদরা বলছেন, বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।

এদিকে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় ঢাকার দুই সিটি করপোরেশন নামে মাত্র মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর অনেক এলাকায় এখন নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত