Ajker Patrika

আজ বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬: ১৫
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।

সংলাপে অংশ নিতে এরই মধ্যে বিভিন্ন ধর্মীয় নেতা ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসে উপস্থিত হয়েছেন।

আরও উপস্থিত হয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও উপদেষ্টা মাহফুজ আলম।

এর আগে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেন রাজনৈতিক দলগুলোর নেতারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টায় এই সংলাপ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টায়। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার সঙ্গে এই সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। সংলাপে দেশের স্বার্থে সবাই একজোট হওয়ার অঙ্গীকার করেন বলে অংশ নেওয়া কয়েকজন নেতা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত