কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার সরকারি সফরে ইতালি যাচ্ছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আমন্ত্রণে তিন দিন রোমে অবস্থানের সময়ই তাঁর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকের পর জ্বালানি খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়বিষয়ক দুটি সমঝোতা স্মারকে সই হবে।
একই সফরে ইতালির সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘রোমে খাদ্য সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন। প্রায় ১৫ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।’
ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দেশটিতে আইনানুগ বসবাসের ক্ষেত্রে অনিয়মিত হওয়া বাংলাদেশিদের নিয়মিত করার জন্য দেশটিকে অনুরোধ করা হবে বলে জানান মন্ত্রী।
এ সময় পররাষ্ট্রসচিব মকসুদ বিন মোমেন জানান, ইতালির সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের কাজ চলছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ হলে স্মারকটি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয় গুটি কয়েক দেশের সঙ্গে সীমিত না রেখে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্প্রসারিত করতে চাইছে বলেও জানান সচিব।
প্রধানমন্ত্রী এর আগে ইতালি সফরের সময় দেশটির প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছিল—এমনটি জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, ‘প্রতিরক্ষা খাতে বড় মাপের কেনাকাটা করতে গেলে একটি চুক্তি থাকলে অনেক বিষয় সহজ হয়ে যায়।’
ইতালি থেকে এরই মধ্যে বাংলাদেশ ছোট ছোট অনেক কিছু সংগ্রহ করেছে জানিয়ে সচিব বলেন, ‘সাবমেরিন, হেলিকপ্টারসহ অনেক ক্ষেত্রে ইতালি ইউরোপের অন্যতম অগ্রসর দেশ। এ কারণে দেশটির সঙ্গে এই খাতে সহযোগিতার ভালো সম্ভাবনা আছে।’
প্রধানমন্ত্রী আগামী ২৪ জুলাই ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এনভয় সম্মেলন করার কথা রয়েছে। বর্তমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বার্থের দিকগুলো সংরক্ষণে তিনি রাষ্ট্রদূতদের নির্দেশনা দিতে পারেন বলে তিন রাষ্ট্রদূত আজকের পত্রিকাকে জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার সরকারি সফরে ইতালি যাচ্ছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আমন্ত্রণে তিন দিন রোমে অবস্থানের সময়ই তাঁর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকের পর জ্বালানি খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়বিষয়ক দুটি সমঝোতা স্মারকে সই হবে।
একই সফরে ইতালির সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘রোমে খাদ্য সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন। প্রায় ১৫ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।’
ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দেশটিতে আইনানুগ বসবাসের ক্ষেত্রে অনিয়মিত হওয়া বাংলাদেশিদের নিয়মিত করার জন্য দেশটিকে অনুরোধ করা হবে বলে জানান মন্ত্রী।
এ সময় পররাষ্ট্রসচিব মকসুদ বিন মোমেন জানান, ইতালির সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের কাজ চলছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ হলে স্মারকটি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয় গুটি কয়েক দেশের সঙ্গে সীমিত না রেখে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্প্রসারিত করতে চাইছে বলেও জানান সচিব।
প্রধানমন্ত্রী এর আগে ইতালি সফরের সময় দেশটির প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখিয়েছিল—এমনটি জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, ‘প্রতিরক্ষা খাতে বড় মাপের কেনাকাটা করতে গেলে একটি চুক্তি থাকলে অনেক বিষয় সহজ হয়ে যায়।’
ইতালি থেকে এরই মধ্যে বাংলাদেশ ছোট ছোট অনেক কিছু সংগ্রহ করেছে জানিয়ে সচিব বলেন, ‘সাবমেরিন, হেলিকপ্টারসহ অনেক ক্ষেত্রে ইতালি ইউরোপের অন্যতম অগ্রসর দেশ। এ কারণে দেশটির সঙ্গে এই খাতে সহযোগিতার ভালো সম্ভাবনা আছে।’
প্রধানমন্ত্রী আগামী ২৪ জুলাই ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এনভয় সম্মেলন করার কথা রয়েছে। বর্তমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বার্থের দিকগুলো সংরক্ষণে তিনি রাষ্ট্রদূতদের নির্দেশনা দিতে পারেন বলে তিন রাষ্ট্রদূত আজকের পত্রিকাকে জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না...
২ ঘণ্টা আগেএখন চলছে ইলিশের ভরা মৌসুম। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে জেলেরা ইলিশ শিকারে নেমেছিলেন নদী-সাগরে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ধরা পড়ছে না এই মাছ। এর জন্য ভোলায় নদীর তলদেশে অসংখ্য ডুবোচর এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার বর্জ্যের প্রভাবকে...
৭ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
১১ ঘণ্টা আগে