নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের সাবেক অতিরিক্ত এসপি ও র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার আদালতের আদেশের পর সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আলেপ উদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক অভিযোগ রয়েছে। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত।’
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আলেপ উদ্দিন মানুষকে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল, তাঁদের নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। বিদ্যুতায়িত করা, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো—সবই তিনি করেছেন। সবচেয়ে মারাত্মক যেটি করেছিলেন একজন আসামিকে গুম করে হত্যার ভয় দেখিয়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এসব তথ্যপ্রমাণ আমাদের কাছে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এ রকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের বিষয়ে তদন্ত করতে সময় লাগবে। কারণ, প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা অভিযোগ নিয়ে আসছে। এসব তদন্ত শেষ হলে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যেন শুরু করা যায় সে জন্য তদন্ত সংস্থা কাজ করছে।’
এর আগে শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতে বলেন, ‘আলেপ উদ্দিন র্যাবে থাকতে বন্দীদের ওপর নির্মম নির্যাতন করেছেন। একজন বন্দীর স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন। পরে ওই নারী মারা যান। তাঁর বিরুদ্ধে শত শত অভিযোগ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাই। পরে ট্রাইব্যুনাল জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি সময় মঞ্জুর করেন। এ সময় তাঁর বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে তিন মাস সময় চাইলে তা-ও মঞ্জুর করেন আদালত। সেই সঙ্গে ২৮ মে পরবর্তী দিন ধার্য করা হয়।’
পুলিশের সাবেক অতিরিক্ত এসপি ও র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার আদালতের আদেশের পর সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘আলেপ উদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক অভিযোগ রয়েছে। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত।’
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আলেপ উদ্দিন মানুষকে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল, তাঁদের নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। বিদ্যুতায়িত করা, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো—সবই তিনি করেছেন। সবচেয়ে মারাত্মক যেটি করেছিলেন একজন আসামিকে গুম করে হত্যার ভয় দেখিয়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এসব তথ্যপ্রমাণ আমাদের কাছে এসেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এ রকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের বিষয়ে তদন্ত করতে সময় লাগবে। কারণ, প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা অভিযোগ নিয়ে আসছে। এসব তদন্ত শেষ হলে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যেন শুরু করা যায় সে জন্য তদন্ত সংস্থা কাজ করছে।’
এর আগে শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতে বলেন, ‘আলেপ উদ্দিন র্যাবে থাকতে বন্দীদের ওপর নির্মম নির্যাতন করেছেন। একজন বন্দীর স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন। পরে ওই নারী মারা যান। তাঁর বিরুদ্ধে শত শত অভিযোগ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাই। পরে ট্রাইব্যুনাল জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি সময় মঞ্জুর করেন। এ সময় তাঁর বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে তিন মাস সময় চাইলে তা-ও মঞ্জুর করেন আদালত। সেই সঙ্গে ২৮ মে পরবর্তী দিন ধার্য করা হয়।’
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৫ তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ...
১৩ মিনিট আগে২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৫ ঘণ্টা আগেসড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের এক মন্ত্রীর বক্তব্য বয়কটকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশও ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানায়।
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জাতি এগোলে ভাষা এগোয়। ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচার কর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভান্ডারে কিছু দেওয়ার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হবে না।’
৬ ঘণ্টা আগে