নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইফুল ইসলাম শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়।
শ্যামল গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই এবং তাঁর ছোট বোন সানজিদা ইসলাম তুলি গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’-এর একজন সমন্বয়ক। এ ছাড়া শ্যামল জাতীয় নাগরিক কমিটির সদস্যও।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য কাছের সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পৌনে ৫টার দিকে তাঁকে আবার নিজ বাসায় দিয়ে আসা হয়।
আইএসপিআর আরও জানায়, শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল এবং এই মামলায় তিনি কারাভোগ করেছিলেন। এ ছাড়া আরেকটি মামলায় ২০১৬ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায়।
তবে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে বাসা থেকে শ্যামলকে তুলে নেওয়া হয়।
ওয়ার্ড বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে গুম হন। এ ঘটনার বিচার চেয়ে আসছেন তাঁর বোন সানজিদা ইসলাম তুলি।
সাইফুল ইসলাম শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর শাহীনবাগের বাসা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়।
শ্যামল গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের ভাই এবং তাঁর ছোট বোন সানজিদা ইসলাম তুলি গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’-এর একজন সমন্বয়ক। এ ছাড়া শ্যামল জাতীয় নাগরিক কমিটির সদস্যও।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাইফুল ইসলাম শ্যামলের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য কাছের সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ৩টার দিকে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পৌনে ৫টার দিকে তাঁকে আবার নিজ বাসায় দিয়ে আসা হয়।
আইএসপিআর আরও জানায়, শ্যামলের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে রমনা থানায় একটি মামলা হয়েছিল এবং এই মামলায় তিনি কারাভোগ করেছিলেন। এ ছাড়া আরেকটি মামলায় ২০১৬ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলে জানা যায়।
তবে এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শুধু অভিযোগের ভিত্তিতে বাসা থেকে শ্যামলকে তুলে নেওয়া হয়।
ওয়ার্ড বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে গুম হন। এ ঘটনার বিচার চেয়ে আসছেন তাঁর বোন সানজিদা ইসলাম তুলি।
জুলাই সনদ নিয়ে ‘বিশেষ আদেশ’ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশের পরিকল্পনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ আদেশের ভিত্তি কী হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেআজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই নির্দেশ দেন।
৫ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৯ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
৬ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের পরিচালক বলেন, প্রথমত উচ্চ ঝুঁকিপূর্ণ দাহ্য বস্তুর (কম্বাস্টিবল ম্যাটেরিয়াল) আধিক্য, দ্বিতীয়ত স্টিল স্ট্রাকচারের তাপ শোষণ, তৃতীয়ত অপরিষ্কার ও গাদাগাদি পরিবেশ, চতুর্থত অগ্নিনিরাপত্তা-ব্যবস্থার ঘাটতি এবং সর্বশেষ ছোট ছোট স্টিলের স্ট্রাকচার কেটে ভেতরে প্রবেশ করায় আগুন নেভাতে বেগ পেতে হয়।
৮ ঘণ্টা আগে