Ajker Patrika

আরও ১৬ বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক
আরও ১৬ বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি

ঢাকা: একাত্তরে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের হাতে নির্যাতিত আরও ১৬ জন বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এদের এ স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সুনামগঞ্জ সদর উপজেলার গুলবাহার বেগম, মাদারীপুরের শিবচর উপজেলার অফুজা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আনোয়ারা বেগম ও রুমিয়া খাতুন, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শেফালী সিকদার এবং চট্টগ্রামের পাহাড়তলীর হোসনে আরা বেগমকে বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ ছাড়া নরসিংদীর রায়পুরার জাহেরা খাতুন, মৌলভীবাজার সদরের মইরন নেছা, হাজেরা বেগম ও প্রীতি রানী দত্ত, রংপুরের মিঠাপুকুর উপজেলার মোছা. ফাতেমা বেগম, মোছা. বেগনা বেগম ও মোছা. মালেকা বেগম, নোয়াখালী সদরের শোভা পারভীন এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার সেতারা বেগম বীরঙ্গনা হিসেবে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

এ নিয়ে ৪১৬ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিল সরকার। মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা মাসে ভাতাসহ সরকারি অন্যান্য সুবিধা পাবেন। ৪০০ থেকে ৫০০ জন বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে সরকার কাজ করছে বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগেই জানিয়েছেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের বীরাঙ্গনা স্বীকৃতি দিয়ে তাঁদের সম্মান জানান। তাঁর নির্দেশনায় বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হলেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তা থেমে যায়। ২০১৪ সালের ১০ অক্টোবর বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত