Ajker Patrika

মেডিকেল কলেজ খোলা থাকবে কি না সিদ্ধান্ত রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৭: ১৬
Thumbnail image

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি ঘোষণার পর অনলাইনে শিক্ষা-কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোও সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইন ক্লাস চালু রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে মেডিকেল কলেজগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার বৈঠকে বসবে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। বৈঠকে মেডিকেল কলেজগুলো বন্ধ হবে নাকি খোলা থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। 

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে মেডিকেল কলেজগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি। তাই আমাদের আলাদা করে সিদ্ধান্ত নিতে হবে।’ 

এনায়েত হোসেন বলেন, ‘যেহেতু প্রজ্ঞাপন হয়ে গেছে, আমাদের তো সিদ্ধান্ত নিতেই হবে। আগামীকাল (রোববার) আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসব। সেখানে মেডিকেল কলেজগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রফেশনাল পরীক্ষাগুলো চলমান থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত