Ajker Patrika

মাউশি কর্মকর্তা চন্দ্র শেখর সাময়িক বরখাস্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাউশি কর্মকর্তা চন্দ্র শেখর সাময়িক বরখাস্ত 

প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে আটক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক শিক্ষা কর্মকর্তা ও বর্তমানে মাদারীপুর সরকারি কলেজের প্রভাষক চন্দ্র শেখর হালদারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। তবে বরখাস্তের আদেশটি জারি হয়েছে গত ২১ আগস্ট। 

অফিস আদেশে বলা হয়, চন্দ্র শেখরের বিরুদ্ধে মাউশির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে লালবাগ থানায় গত ১৪ মে একটি মামলা (নং ৭) দায়ের করা হয়। এরপর গত ২৫ জুলাই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী চলতি বছরের ২৫ জুলাই থেকে চাকরি হতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

আরও বলা হয়, চন্দ্র শেখর প্রচলিত নিয়মে সাময়িকভাবে বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত