Ajker Patrika

কোনোভাবেই দেশে ডিম আমদানি করা হবে না: কৃষিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনোভাবেই দেশে ডিম আমদানি করা হবে না: কৃষিমন্ত্রী 

কোনোভাবেই দেশে ডিম আমদানি করা হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

দাম বেশি হওয়া চাহিদার ওপর নির্ভর করে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘একজন কৃষিবিদ হিসেবে বলতে পারি, যাই দাম বাড়ুক দুই-তিন মাস পর তারা ডিম বিক্রি করতেই পারবে না। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। যখন দাম বাড়ছে সবাই বাচ্চা তুলছে। কয়েক দিন আগেই ডিম বিক্রি করতে পারছিল না। গত তিন বছর ধরে এটা চলছে। পোলট্রি ফার্মের মালিকরা লোকসান করতে রাজি না।’ 

এর আগে বাণিজ্যমন্ত্রী কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়ার কথা বলেছিলেন। পরবর্তী তিনি বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে এটা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে মতামত জানতে চাইলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘এ বিষয়ে আমাদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি। অসহযোগিতার কিছু নেই। তবে মুক্তবাজার অর্থনীতিতে নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে বাস্তবায়ন করা কঠিন। বিশেষ করে কাঁচা পণ্য চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত