Ajker Patrika

ভারী বৃষ্টিপাতের শঙ্কা: ৮০ শতাংশ পাকলে বোরো ধান কেটে নেওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২৪, ১৫: ৪৫
ভারী বৃষ্টিপাতের শঙ্কা: ৮০ শতাংশ পাকলে বোরো ধান কেটে নেওয়ার পরামর্শ

বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হলে সেগুলো দ্রুত কেটে নিয়ে নিরাপদ জায়গায় সংরক্ষণের পরামর্শসহ কৃষকদের বেশ কিছু পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আজ শনিবার কৃষি তথ্য সার্ভিস থেকে গণমাধ্যমে পরামর্শগুলো পাঠানো হয়।

সারা দেশে ২৬-২৮ মে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ৩০০ মিলিমিটার (২৪ ঘণ্টায়) বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টিপাতের শঙ্কায় এর ক্ষতিকর প্রভাব থেকে ফসলকে রক্ষার জন্য কৃষি আবহাওয়া বিষয়ক পরামর্শে বলা হয়েছে, ‘বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখুন। দ্রুত পরিপক্ব সবজি ও ফল সংগ্রহ করে ফেলুন। সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন। জমির আইল উঁচু করে দিন।’

আরও বলা হয়েছে, ‘নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন, যেন জমিতে পানি জমে না থাকতে পারে। আখের ঝাড় বেঁধে দিন, কলা ও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন। পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন, যেন ভারী বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়।’

গবাদিপশু, হাঁস-মুরগি শুকনো ও নিরাপদ জায়গায় রাখারসহ আরও বেশ কিছু পরামর্শ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত