Ajker Patrika

দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ জুন ২০২১, ১৬: ৫৯
দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা

ঢাকা: আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের সাত জেলায় ‘সার্বিক কার্যাবলী ও চলাচল’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলাগুলো হলো– নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী। 

আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, আগামী নয় দিন এসব জেলায় পণ্যবাহী ছাড়া সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া, অন্য জেলাগুলোর ক্ষেত্রে প্রশাসন চাইলে লকডাউন ঘোষণা করতে পারবে।

সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এই সাত জেলায় শুধু জরুরি সেবাগুলো চালু থাকবে। লকডাউনের সময় কেউ যাতায়াত করতে পারবে না। জেলাগুলো ব্লক থাকবে। সব অফিস বন্ধ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৫ জুলাই পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা আছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ শুরু করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারা দেশে এখন বিধিনিষেধ দেওয়া আছে, লকডাউন বা ব্লক না। ঢাকার সঙ্গে এই সাত জেলার মুভমেন্ট বন্ধ হলে স্বাভাবিকভাবে সবকিছু বন্ধ থাকবে। এই সময় মানুষও যাতায়াত করতে পারবে না। শুধু জরুরিসেবা চলবে। মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স চলবে। ফেরি চলাচল বন্ধ থাকবে। ঢাকাকে শুধু নিরাপদ করা নয়, ঢাকার সঙ্গে এসব জেলার যোগাযোগ বন্ধ হলে মুভমেন্ট কমে যাবে।

এসব জেলা ব্লক থাকলে অন্য জেলা থেকে কেউ আসতে পারবে না। জেলা প্রশাসকদের অথরিটি দিয়ে দেওয়া হয়েছে, তাঁরা চাইলে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

সাত জেলা ব্লকের সময় কী কী বন্ধ রাখা হবে সেই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সাত জেলার সার্বিক কার্যাবলী, চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এই সময় শুধু আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন– কৃষি উপকরণ, জরুরি খাদ্যপণ্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, টেলিফোন-ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবাসহ জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী, যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে সাতক্ষীরায় লকডাউন দেওয়া আছে। বাগেরহাট ও মোংলা ব্লক করে দিয়েছে। যশোরের অভয়নগর পৌরসভা, বেনাপোল, শার্শা ও ঝিকরগাছা বন্ধ আছে। কুষ্টিয়া সদর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্লক করা আছে। মেহেরপুর ও মাগুরা পৌরসভায় কয়েকটি ওয়ার্ড ব্লক করা আছে। রাজশাহী সিটি করপোরেশন, নাটোর পৌরসভার সিংড়া উপজেলা, বগুড়া পৌরসভা, জয়পুরহাট পৌরসভা ও কানাই উপজেলা ব্লক করে দেওয়া আছে। চাঁপাইনবাবগঞ্জ এখন আর ব্লক নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত