Ajker Patrika

৩১ জানুয়ারির মধ্যে টিকা পাবে ১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩১ জানুয়ারির মধ্যে টিকা পাবে ১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থী

আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে করোনার এক ডোজ করে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, হঠাৎ করেই করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। আমরা ভেবেছিলাম মার্চ মাসের দিকে সংক্রমণ বাড়বে। কিন্তু ডিসেম্বরের শেষে সংক্রমণ বেড়ে গেছে।

১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এদের মধ্যে ৪৪ লাখ প্রথম ডোজ টিকা পেয়েছে। ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। মোট ৪৮ লাখ ১৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী করোনার টিকা পেয়েছে। ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জন শিক্ষার্থী করোনার কোনো টিকা পায়নি।

দেশের ৩৯৭টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ করতে পারবে জানিয়ে দীপু মনি বলেন, ‘বাকি উপজেলাগুলোতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে টিকা দেওয়া শেষ করতে পারব। ৩১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর প্রথম ডোজ শেষ করতে পারব।’ 

স্কুলের আইডির পাশাপাশি শিক্ষার্থী হিসেবে যে কোনো প্রমাণ দেখাতে পারলে টিকা দেওয়া হবে বলে জানান দীপু মনি। তিনি বলেন, ‘স্কুল থেকে শিক্ষার্থীদের টিকা নিতে নিয়ে গেলে তো সমস্যা নেই।’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত