Ajker Patrika

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংজ্ঞাতেও পরিবর্তন করা হয়েছে সংশোধনীতে। বাড়ানো হয়েছে আসামিদের সুযোগ–সুবিধা। আগে আসামিরা বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ না পেলেও সংশোধিত আইনে বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে সেই সুযোগ রাখা হয়েছে। সেই সঙ্গে সাক্ষীদের সুরক্ষার বিধান রাখা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ ২০২৪ গত ২০ নভেম্বর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন প্রণয়ন করা হয়েছিল। গত জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই আইনটি সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত