নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছরের তুলনায় দেশে বেড়েছে ম্যালেরিয়ার রোগী। বিশেষ করে উঁচু জেলাগুলোতে ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে ময়মনসিংহ, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ বুধবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি বলছে, ২০২০ সালে দেশে ৬ হাজার ১৩০ জন রোগী শনাক্ত হয়। মারা যায় ৯ জন। গত বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ বছরও মারা গেছে ৯ জন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ম্যালেরিয়া রোগী ৯০ শতাংশ কমেছে। গত তিন বছরে সংক্রমণ কমেছে, একই সঙ্গে মৃত্যুও। কিন্তু গত বছর থেকে বেড়েছে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাড়ছে। আমরা চাই না কেউ ম্যালেরিয়ায় ভুগে মারা যাক। করোনার কারণে অনেক সময় সেবা নিতে পারেনি, সে কারণে বেড়েছে।
জাহিদ মালেক বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে নির্মূল করার কথা থাকলেও তার আগেই সম্ভব হবে বলে আশা করছি। আমাদের টেস্ট সুবিধা বাড়াতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি, সেখানে বিশেষ নজর দিতে হবে। এমনকি যাঁরা নির্মূলে কাজ করেন, তাঁদের সুরক্ষা দিতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় যাঁরা কাজ করেন তাঁদের সঙ্গে সমন্বয় করতে পারলে নির্মূল সহজ হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কোভিডের সময়েও ম্যালেরিয়া নির্মূলে কাজ করেছে সরকার। ২০৩০ সালের মধ্যে এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে উঁচু এলাকাগুলো চিহ্নিত করতে হবে। আক্রান্তদের ৭৫ শতাংশ রোগী বান্দরবান এলাকায় পাওয়া গেছে। এসব এলাকায় বেশি নজর দিতে হবে।
গত বছরের তুলনায় দেশে বেড়েছে ম্যালেরিয়ার রোগী। বিশেষ করে উঁচু জেলাগুলোতে ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে ময়মনসিংহ, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ বুধবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি বলছে, ২০২০ সালে দেশে ৬ হাজার ১৩০ জন রোগী শনাক্ত হয়। মারা যায় ৯ জন। গত বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ বছরও মারা গেছে ৯ জন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ম্যালেরিয়া রোগী ৯০ শতাংশ কমেছে। গত তিন বছরে সংক্রমণ কমেছে, একই সঙ্গে মৃত্যুও। কিন্তু গত বছর থেকে বেড়েছে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাড়ছে। আমরা চাই না কেউ ম্যালেরিয়ায় ভুগে মারা যাক। করোনার কারণে অনেক সময় সেবা নিতে পারেনি, সে কারণে বেড়েছে।
জাহিদ মালেক বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে নির্মূল করার কথা থাকলেও তার আগেই সম্ভব হবে বলে আশা করছি। আমাদের টেস্ট সুবিধা বাড়াতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি, সেখানে বিশেষ নজর দিতে হবে। এমনকি যাঁরা নির্মূলে কাজ করেন, তাঁদের সুরক্ষা দিতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় যাঁরা কাজ করেন তাঁদের সঙ্গে সমন্বয় করতে পারলে নির্মূল সহজ হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কোভিডের সময়েও ম্যালেরিয়া নির্মূলে কাজ করেছে সরকার। ২০৩০ সালের মধ্যে এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে উঁচু এলাকাগুলো চিহ্নিত করতে হবে। আক্রান্তদের ৭৫ শতাংশ রোগী বান্দরবান এলাকায় পাওয়া গেছে। এসব এলাকায় বেশি নজর দিতে হবে।
আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগেনারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকে কেন্দ্র করে নারীবিদ্বেষী প্রচারণা, নারীর মর্যাদাহানিকর বক্তব্য এবং বর্বরোচিত আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন। হেফাজতে ইসলামসহ ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী দলগুলো নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে বলে মনে করে সংগঠনগুলো।
১ ঘণ্টা আগে২০ মের মধ্যে যেসব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে দেশে গুজব ও অপতথ্য ছড়ানোসহ বড় ধরনের সাইবার ক্রাইমের আশঙ্কা করছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৩ ঘণ্টা আগে