নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিক্ষোভের মুখে অবশেষে টিকা পাচ্ছেন প্রবাসীরা। আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর সাতটি কেন্দ্রে ফাইজার–বায়োএনটেকের টিকা দেওয়া হবে তাঁদের। বিদেশে কোয়ারেন্টিন খরচ বাঁচাতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কুয়েত ও সৌদি আরবে ফাইজারের টিকাগ্রহীতাদের কোয়ারেন্টিনে থাকতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়। এই কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে প্রত্যেকের পেছনে গুনতে হয় ৭০ হাজার টাকা।
প্রবাসীদের টিকা দানে অগ্রাধিকার দেওয়ার এটাই কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রবাসীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। বিদেশে কর্মরত শ্রমিকদের মধ্যে যাঁরা কুয়েত এবং সৌদি আরবে যাচ্ছেন, তাঁদের এই টিকা দেওয়া হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রবাসীদের টিকা দিতে নির্ধারিত কেন্দ্রগুলো হলো– ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
এর আগে গত ৩১ মে জাতিসংঘের উদ্যোগে গঠিত টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার–বায়োএনটেকের টিকা দেশে আসে। পরে ২১ জুন রাজধানীর তিনটি কেন্দ্রে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে) ২৪০ জনকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয় এই টিকা।
দেশে টিকা প্রয়োগ শুরুর পর থেকে সময়মতো পূর্ণ ডোজ টিকা পাওয়া অনিশ্চয়তায় পড়েছিলেন প্রবাসীরা। ভারত থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় তাঁদের অনেকে ফ্লাইট মিস হওয়ার পাশাপাশি বিদেশে কাজ হারানোর ঝুঁকিতে পড়েন। এর মধ্যে দেশের চীনা কোম্পানি সিনোফার্মের টিকা এলেও প্রবাসীরা অক্সফোর্ড, মডার্না, ফাইজার অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সরকার ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রবাসীদের শুধু ফাইজার নয়, মডার্নার টিকাও দেওয়া হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, দেশে যে পরিমাণ ফাইজারের টিকা আছে তা দিয়ে দেশে অবস্থানরত সব প্রবাসীকে দেওয়া সম্ভব হবে না। প্রয়োজনে মডার্নার টিকাও দেওয়া যেতে পারে।
ঢাকা: বিক্ষোভের মুখে অবশেষে টিকা পাচ্ছেন প্রবাসীরা। আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর সাতটি কেন্দ্রে ফাইজার–বায়োএনটেকের টিকা দেওয়া হবে তাঁদের। বিদেশে কোয়ারেন্টিন খরচ বাঁচাতেই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কুয়েত ও সৌদি আরবে ফাইজারের টিকাগ্রহীতাদের কোয়ারেন্টিনে থাকতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হয়। এই কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে প্রত্যেকের পেছনে গুনতে হয় ৭০ হাজার টাকা।
প্রবাসীদের টিকা দানে অগ্রাধিকার দেওয়ার এটাই কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রবাসীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। বিদেশে কর্মরত শ্রমিকদের মধ্যে যাঁরা কুয়েত এবং সৌদি আরবে যাচ্ছেন, তাঁদের এই টিকা দেওয়া হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রবাসীদের টিকা দিতে নির্ধারিত কেন্দ্রগুলো হলো– ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
এর আগে গত ৩১ মে জাতিসংঘের উদ্যোগে গঠিত টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার–বায়োএনটেকের টিকা দেশে আসে। পরে ২১ জুন রাজধানীর তিনটি কেন্দ্রে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে) ২৪০ জনকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয় এই টিকা।
দেশে টিকা প্রয়োগ শুরুর পর থেকে সময়মতো পূর্ণ ডোজ টিকা পাওয়া অনিশ্চয়তায় পড়েছিলেন প্রবাসীরা। ভারত থেকে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় তাঁদের অনেকে ফ্লাইট মিস হওয়ার পাশাপাশি বিদেশে কাজ হারানোর ঝুঁকিতে পড়েন। এর মধ্যে দেশের চীনা কোম্পানি সিনোফার্মের টিকা এলেও প্রবাসীরা অক্সফোর্ড, মডার্না, ফাইজার অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত সরকার ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিল।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রবাসীদের শুধু ফাইজার নয়, মডার্নার টিকাও দেওয়া হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, দেশে যে পরিমাণ ফাইজারের টিকা আছে তা দিয়ে দেশে অবস্থানরত সব প্রবাসীকে দেওয়া সম্ভব হবে না। প্রয়োজনে মডার্নার টিকাও দেওয়া যেতে পারে।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
৭ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৮ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৮ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
১০ ঘণ্টা আগে