Ajker Patrika

থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৬: ৩৯
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান জানিয়েছেন, ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা আছে। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান জানিয়েছেন, ব্যাংককে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা আছে। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান। বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হওয়ার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি।

আজ বুধবার প্রধান উপদেষ্টার বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন খলিলুর রহমান। সেখানেই তিনি এই সম্ভাবনার কথা জানান। তবে বৈঠক আদৌ হবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা না থাকায় এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। ৪ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে, (ব্যাংককে) বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

একজন সাংবাদিক এই বিষয়ে খলিলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্যাংককে নরেন্দ্র মোদির সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠক হবে বলে পররাষ্ট্রসচিব জানিয়েছেন। জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমার জানা মতে, পররাষ্ট্রসচিব বলেছেন—বৈঠকটি হওয়ার সম্ভাবনা আছে।’

ব্যাংককে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হলে কী কী বিষয় প্রাধান্য পেতে পারে—এমন এক প্রশ্নে খলিলুর রহমান বলেন, ‘আশাবাদী হওয়ার কারণ আছে যে, মিটিংটি হতে পারে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, আগ বাড়িয়ে কিছু বলছি না।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত