কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের শেষে উজবেকিস্তানের প্রেসিডেন্টের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইভয়ের কাছে হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইড লাইনে চীন, রাশিয়া, ভারত, তাজাখস্তান, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন একে আবদুল মোমেন।
শনিবার (১৭ জুলাই) বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র উজবেকিস্তানের রাষ্ট্রপতির হাতে তুলে দেন। এ সময় আগামী ডিসেম্বরে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের আমন্ত্রণে কৃতজ্ঞতা জানিয়ে উজবেক প্রেসিডেন্ট শিগগিরই বাংলাদেশ সফরে আসার চেষ্টা করবেন বলে জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস খোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চলাচলের প্রস্তাব দেন। যাতে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হয়। সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি পরীক্ষা করে বিবেচনা করা হবে বলে একে আবদুল মোমেনকে জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। আর ঢাকায় দূতাবাস খোলার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি।
বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উজবেকিস্তানের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার সহায়তা বাড়ানো ও সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বাংলাদেশের তরুণদের কার্যক্রম নিয়েও প্রেসিডেন্টকে জানান একে আবদুল মোমেন।
চলতি বছরের শেষে উজবেকিস্তানের প্রেসিডেন্টের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইভয়ের কাছে হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইড লাইনে চীন, রাশিয়া, ভারত, তাজাখস্তান, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন একে আবদুল মোমেন।
শনিবার (১৭ জুলাই) বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র উজবেকিস্তানের রাষ্ট্রপতির হাতে তুলে দেন। এ সময় আগামী ডিসেম্বরে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের আমন্ত্রণে কৃতজ্ঞতা জানিয়ে উজবেক প্রেসিডেন্ট শিগগিরই বাংলাদেশ সফরে আসার চেষ্টা করবেন বলে জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস খোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চলাচলের প্রস্তাব দেন। যাতে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হয়। সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি পরীক্ষা করে বিবেচনা করা হবে বলে একে আবদুল মোমেনকে জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট। আর ঢাকায় দূতাবাস খোলার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি।
বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উজবেকিস্তানের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার সহায়তা বাড়ানো ও সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বাংলাদেশের তরুণদের কার্যক্রম নিয়েও প্রেসিডেন্টকে জানান একে আবদুল মোমেন।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদন সরাসরি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে করা যাবে। এই মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটরের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত অনুলিপি দাখিল করতে
৩১ মিনিট আগেকমডোর মো. শফিউল বারীকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এই নৌ কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিতে তাঁর চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে ডিএমপির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রিটটি দায়ের করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার...
২ ঘণ্টা আগে