Ajker Patrika

‘বাংলাদেশ-কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক মাইলফলক’

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ২২: ২৯
Thumbnail image

ঢাকায় অবস্থিত কোরিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. ইয়ং মিন সিও বলেছেন, ‘বাংলাদেশ ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ও মাইলফলক।’ 

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে আজ শনিবার বিকেলে আয়োজিত বাংলাদেশে কোরিয়ান কালচার-বিষয়ক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে ইয়ং মিন সিও এই মন্তব্য করেন। 

জাতীয় পর্যায়ের এ কর্মশালার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে কোরিয়ান সংস্কৃতির প্রচার ও প্রভাব’। একাডেমি অব কোরিয়ান স্টাডিজের সহায়তায় সিমেক ইনস্টিটিউটের আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র এই অনুষ্ঠানটির আয়োজন করে। কোরিয়ান সংস্কৃতি নিয়ে যারা বাংলাদেশে কাজ করছেন সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এই কর্মশালায় উপস্থিত ছিলেন। 

ড. ইয়ং মিন সিও বলেন, ‘কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে কোরিয়ান অ্যাম্বাসি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে এই কর্মশালা।’ 

কোরিয়ান সংস্কৃতি নিয়ে যাঁরা বাংলাদেশে কাজ করছেন, সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্মশালায় উপস্থিত ছিল। ছবি: আজকের পত্রিকাএই কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে অভিমত দেন গবেষক ও সিমেক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ডক্টর সঞ্জীব রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফ ইফতেখার, আইইউবিএটির সহকারী অধ্যাপক ডক্টর এ কে এম ফয়সাল আহমেদ এবং সিমেকের ভিজিটিং ফেলো ড্যানিয়েলা পি সোলানো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত