Ajker Patrika

ড. ইউনূসকে নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ২২
ড. ইউনূসকে নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ 

শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশ থেকে যেসব খবর পাচ্ছে, তা নিয়ে বেশ উদ্বিগ্ন জাতিসংঘ। এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

স্টিফেন ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ সরকারের লোকজন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তাঁর অন্য ব্যবসা কার্যালয় দখল করেছে। সরকার তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে। জাতিসংঘের মহাসচিব কি তাঁর এই গুরুতর পরিস্থিতি সম্পর্কে অবগত?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘বিষয়টি আমরা অবগত। আমরা আবারও বলতে চাই যে বিগত কয়েক বছর ধরেই ড. ইউনূস জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি সরকারি ও অনানুষ্ঠানিক—উভয় ক্ষেত্রেই আমাদের পক্ষের একজন ব্যক্তিত্ব।’

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি এবং সাধারণভাবে আমাদের উন্নয়নকাজকে ঘিরে বেশ কয়েকটি উদ্যোগে সহযোগিতা করছেন তিনি। তাঁর সঙ্গে সম্পর্কিত বিষয়ে বাংলাদেশ থেকে যেসব খবর আসছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।’ 

এর আগে, নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস অভিযোগ করে বলেন, গ্রামীণ ব্যাংক তাঁদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে। এসব প্রতিষ্ঠান তাদের মতো করে চালাচ্ছে। পুলিশের কাছে এ বিষয়ে প্রতিকার চাইলেও সহযোগিতা পাওয়া যায়নি। 

গতকাল দুপুরে রাজধানীর মিরপুরে নিজ প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা জীবনে বহু দুর্যোগ দেখেছি। এমন দুর্যোগ আর কখনো দেখিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত