Ajker Patrika

জামায়াতের বিচার করতে আইন সংশোধন হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামির বিচারের জন্য আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতার ঘাটতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারই মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করেছে। তাই জামায়াতের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন করাও আমাদের জন্য দুঃখের।’

এর আগে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালায় আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগকে সব ধরনের সহযোগিতা দিতে সরকারের কোনো কার্পণ্য থাকবে না। কিন্তু বিচার বিভাগের কাছে একটি চাওয়া থাকবে, সেটি হচ্ছে বিচারপ্রার্থী সাধারণ মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায় এবং তারা যেন মামলার দীর্ঘসূত্রতা থেকে পরিত্রাণ পায়।’

বিচারকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘সুপ্রতিষ্ঠিত বিচারিক সিদ্ধান্তগুলো মেনে না চললে বিচারিক নৈরাজ্য তৈরি হতে পারে। নিশ্চয়ই আমরা কেউই এই নৈরাজ্য চাই না। তার কারণ সমাজ ও দেশের ওপর এর প্রভাব ভয়াবহ হবে। দেশের দীর্ঘদিনের পুঞ্জীভূত মামলাজট কমানোর দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে এবং এই দায়িত্ব কাঁধে নিয়ে জনগণ যাতে তড়িৎ সুষ্ঠু বিচার পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত