Ajker Patrika

এক দিনে সারা দেশে আরও ১ হাজার ৭৭৫ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
এক দিনে সারা দেশে আরও ১ হাজার ৭৭৫ জন গ্রেপ্তার

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান। গতকাল সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।

ইনামুল হক সাগর বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১ হাজার ১৬৮ জনের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা ছিল। এ ছাড়া ৬০৭ জনকে বিভিন্ন অভিযোগে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাঁদের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা রয়েছে, তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি যাঁরা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদেরও গ্রেপ্তার করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে একটি কর্মশালায় বলেছেন, কোনো ডেভিল যেন পালাতে না পারে। সবাইকে ধরতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত