অনলাইন ডেস্ক
আজকের পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত’ শিরোনামের প্রতিবেদনের এক অংশ প্রতিবাদ জানিয়েছেন মো. আব্বাস আলী। প্রতিবাদে তিনি উল্লেখ করেছেন, তাঁর নামের আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তাঁর দাবি, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সরকারি কোনো নথি ও কাগজপত্রে কোথাও তাঁর নামের পূর্বে ‘কিলার’ শব্দ নেই।
২২ জানুয়ারি আব্বাস আলীর পক্ষে এ বিষয়ে ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. বদরুল ইসলাম।
নোটিশে তিনি অনুরোধ করেছেন পত্রিকায় বিবৃতি আকারে এই প্রতিবাদ প্রকাশ করতে। তিনি উল্লেখ করেছেন, সামাজিকভাবে হেয় করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের কারণে তাঁর নামের পূর্বে ‘কিলার’ শব্দ ব্যবহার করা হচ্ছে।
লিগ্যাল নোটিশে তিনি তাঁর মক্কেলের পক্ষে পত্রিকায় প্রকাশিত আরও এক অংশের প্রতিবাদ করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, বিনা প্রমাণে কাফরুল ইব্রাহিমপুর ভাষানটেক ক্যান্টনমেন্ট এলাকায় চাঁদাবাজি করা-সংক্রান্ত যে অংশ উল্লেখ করা হয়েছে, তা মিথ্যা। একইভাবে ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাসপাতালের নির্মাণকাজ ও মালপত্র সরবরাহকারী ঠিকাদারদের কাছ থেকে চাঁদা নেওয়া কিংবা তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা, ঠিকাদারি, ডিশ ও ইন্টারনেটের লাইনে সংযোগ দিতে চাঁদা নেওয়া-সংক্রান্ত বক্তব্যগুলো মিথ্যা ও কাল্পনিক।
প্রতিবেদকের বক্তব্য
মো. আব্বাস আলীর নামের আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কাগজপত্রেও যা বারবার ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনে চাঁদাবাজির যে অংশ নিয়ে আপত্তি এসেছে, সেগুলো স্থানীয় ভুক্তভোগী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষার অন্য বাহিনীর অভিযোগে উঠে এসেছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো মন্তব্য করার সুযোগ নেই।
আজকের পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত ‘রাজধানীর অপরাধজগতে নেতা-সন্ত্রাসীতে আঁতাত’ শিরোনামের প্রতিবেদনের এক অংশ প্রতিবাদ জানিয়েছেন মো. আব্বাস আলী। প্রতিবাদে তিনি উল্লেখ করেছেন, তাঁর নামের আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তাঁর দাবি, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সরকারি কোনো নথি ও কাগজপত্রে কোথাও তাঁর নামের পূর্বে ‘কিলার’ শব্দ নেই।
২২ জানুয়ারি আব্বাস আলীর পক্ষে এ বিষয়ে ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মো. বদরুল ইসলাম।
নোটিশে তিনি অনুরোধ করেছেন পত্রিকায় বিবৃতি আকারে এই প্রতিবাদ প্রকাশ করতে। তিনি উল্লেখ করেছেন, সামাজিকভাবে হেয় করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের কারণে তাঁর নামের পূর্বে ‘কিলার’ শব্দ ব্যবহার করা হচ্ছে।
লিগ্যাল নোটিশে তিনি তাঁর মক্কেলের পক্ষে পত্রিকায় প্রকাশিত আরও এক অংশের প্রতিবাদ করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন, বিনা প্রমাণে কাফরুল ইব্রাহিমপুর ভাষানটেক ক্যান্টনমেন্ট এলাকায় চাঁদাবাজি করা-সংক্রান্ত যে অংশ উল্লেখ করা হয়েছে, তা মিথ্যা। একইভাবে ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাসপাতালের নির্মাণকাজ ও মালপত্র সরবরাহকারী ঠিকাদারদের কাছ থেকে চাঁদা নেওয়া কিংবা তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা, ঠিকাদারি, ডিশ ও ইন্টারনেটের লাইনে সংযোগ দিতে চাঁদা নেওয়া-সংক্রান্ত বক্তব্যগুলো মিথ্যা ও কাল্পনিক।
প্রতিবেদকের বক্তব্য
মো. আব্বাস আলীর নামের আগে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কাগজপত্রেও যা বারবার ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনে চাঁদাবাজির যে অংশ নিয়ে আপত্তি এসেছে, সেগুলো স্থানীয় ভুক্তভোগী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষার অন্য বাহিনীর অভিযোগে উঠে এসেছে। প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো মন্তব্য করার সুযোগ নেই।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাঠামোর সংস্কার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।
১০ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে গতকাল বুধবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শক গতকাল গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি পুলিশ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গুলির শব্দ শোনা গেছে। বেসরকারি সংস্থা আইন
১২ ঘণ্টা আগেসাময়িক বরখাস্তের পর রাষ্ট্রের গোপনীয় নথি ফাঁস করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস পলিসি) মুকিতুল হাসানের বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে। গতকাল বুধবার আরেক দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-৪) বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন।
১২ ঘণ্টা আগেঢাকা টু বুড়িমারী ট্রেন চলাচলে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ...
১৩ ঘণ্টা আগে