Ajker Patrika

বৃহস্পতিবার দেশে আসবে পাইলট নওশাদের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহস্পতিবার দেশে আসবে পাইলট নওশাদের মরদেহ

বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ বৃহস্পতিবার সকালে দেশে আসছে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন। 

সচিবালয়ে আজ বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, যতদ্রুত সম্ভব তাঁর মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভবত আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় তাঁর মরদেহ আসবে। 

ভারত থেকে পাইলট নওশাদের মরদেহ দেশে আনতে সবগুলো বিকল্পই হাতে রাখা হয়েছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, যেহেতু রেগুলার ফ্লাইট অপারেট হচ্ছে না, এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের সিভিল এভিয়েশনের অনুমতি নিতে হবে। যে অপশনটি সহজ হয়, সে অপশন ব্যবহার করেই আমরা মরদেহ দেশে আনবো। 

নওশাদের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই পাইলট এর আগেও বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহুর্তে তাঁর সক্ষমতা দেখিয়ে যাত্রীদেরকে নিরাপদে অবতরণ করিয়েছেন। উনি আজ আমাদের মধ্যে নেই, আমরা অত্যান্ত শোকাবহ। 

ওমানের মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকা আসার পথে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হন বিজি-২২ ফ্লাইটের ক্যাপ্টেন নওশাদ। পরে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। এরপর নওশাদকে নাগপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউয়ে নেওয়া হয়। সোমবার না ফেরার দেশে চলে যান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত