Ajker Patrika

সপ্তম ডি-৮ কৃষিমন্ত্রীপর্যায়ের বৈঠক ১২-১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮: ৪৬
সপ্তম ডি-৮ কৃষিমন্ত্রীপর্যায়ের বৈঠক ১২-১৩ জানুয়ারি

উন্নয়নশীল আটটি দেশের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ এর সপ্তম মন্ত্রীপর্যায়ের বৈঠক ১২ ও ১৩ জানুয়ারি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

করোনার কারণে ভার্চুয়ালি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডি-৮ ফোরামের সভাপতি। বাংলাদেশ বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও (সিভিএফ) সভাপতি। এই সভায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের প্রমোশন নিয়ে আলোচনা হবে। 

বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক ডি-৮ ভুক্ত দেশ। বৈঠকে এ সব দেশের কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং এসব মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। এ ছাড়া আইডিবি, এফএও, আইএফএডি, আইআরআরআই, সিআইএমএমওয়াইটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সভায় যোগ দেবেন বলে জানান কৃষিমন্ত্রী। 

মন্ত্রী জানান, এবারের সভার আলোচনার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা: ক্লাইমেট স্মার্ট কৃষির উন্নয়ন’। এর বাইরে কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে করণীয়, যৌথ কৃষি গবেষণা, যান্ত্রিকীকরণ, এগ্রো-প্রসেসিং, ব্লু ইকোনমি, সার উৎপাদন, বীজ, অ্যানিমেল ফিড, ভ্যালু চেইন উন্নয়ন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

করোনা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশ খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রেখেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ২ কোটি ৮ লাখ টন বোরো উৎপাদন হয়। এবার ৩ কোটি ৮৬ লাখ টন চাল, ১২ লাখ টন গম, ৫৭ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬ লাখ টন আলু, ১ কোটি ৯৭ লাখ টন শাকসবজি, ১২ লাখ টন তেল উৎপাদনকারী ফসল, ৩৩ লাখ টন পেঁয়াজ এবং ৯ লাখ টন ডাল উৎপাদন হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত