Ajker Patrika

মধ্যপ্রাচ্যে আকাশপথ স্বাভাবিক, দেশের ১১ ফ্লাইটে বিঘ্ন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতার গতকাল সোমবার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রেক্ষিতে ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি ও রুটে হঠাৎ পরিবর্তন আনতে বাধ্য হয় সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ সময় ২৪ জুন রাত ৩টার পর থেকে ওই দেশগুলো তাদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করে দিয়েছে এবং বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এ পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনস অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

শাহজালালের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, ‘আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় কিছু ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যেসব ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছিল, সেগুলো পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে যাত্রা শুরু করেছে।’

প্রভাব পড়া প্রধান রুটসমূহ—

  • শারজাহগামী: এয়ার এরাবিয়ার ২টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি
  • দুবাইগামী: এমিরেটস এয়ারলাইনসের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি
  • কুয়েতগামী: জাজিরা এয়ারওয়েজের ২টি
  • দোহাগামী: কাতার এয়ারওয়েজের ২টি, বাংলাদেশ বিমানের ১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি

গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ আরও জানান, ‘ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল যথারীতি স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে সর্বশেষ ভ্রমণসংক্রান্ত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে সর্বশেষ তথ্য জানার ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

এলাকার খবর
Loading...