Ajker Patrika

১৮ থেকে ৩১ জুলাই ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্টের চার বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮ থেকে ৩১ জুলাই ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্টের চার বেঞ্চ

অবকাশকালীন সময়ে বিচারকাজ পরিচালনার জন্য চারটি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এসব বেঞ্চ ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন।

আজ সোমবার প্রধান বিচারপতি এ আদেশ দেন। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী রোববার (১৮ জুলাই) থেকে শনিবার (৩১ জুলাই) পর্যন্ত ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হলো।

বেঞ্চগুলোতে-অতি জরুরি বিষয়ে রিট এবং দেওয়ানি মোশন ও আবেদন গ্রহণ করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফৌজদারি মোশন ও আবেদন গ্রহণ করবেন বিচারপতি জে বি এম হাসান। একই বিষয়ে আবেদন গ্রহণ করবেন বিচারপতি মো. আশরাফুল কামাল। কোম্পানি ও অ্যাডমিরালিটি সংক্রান্ত আবেদন গ্রহণ করবেন বিচারপতি কে এম কামরুল কাদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত