নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি দুর্ঘটনায় যাদেরই গাফিলতি পাওয়া যাবে, শাস্তি তাদের পেতেই হবে। তদন্তের ফলাফল পাওয়ার পরে আমরা সেটি নির্ধারণ করব।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুইটা উচ্চপর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কারও গাফিলতি ছিল কি না কিংবা নাশকতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরিয়েছে কি না—এর সবগুলোই তদন্তের আগে আমরা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না এটাও আমি বিশ্বাস করি।’
আসাদুজ্জামান খান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যে অকুতোভয় সৈনিক, তারা সব সময় এটার প্রমাণ দিয়েছেন। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তাঁরা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তাঁরা যথাযথ প্রচেষ্টা নিয়েছিলেন। দুর্ভাগ্য, এতে তারা ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে নমনীয় হবেন কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনো রকমভাবে নাশকতা করে থাকেন, এর শাস্তি তাকে পেতেই হবে। তারপরে আমরা সেটি নির্ধারণ করব।’
এর আগে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজায় অংশ নেন মন্ত্রীসহ অন্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি দুর্ঘটনায় যাদেরই গাফিলতি পাওয়া যাবে, শাস্তি তাদের পেতেই হবে। তদন্তের ফলাফল পাওয়ার পরে আমরা সেটি নির্ধারণ করব।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুইটা উচ্চপর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কারও গাফিলতি ছিল কি না কিংবা নাশকতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরিয়েছে কি না—এর সবগুলোই তদন্তের আগে আমরা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না এটাও আমি বিশ্বাস করি।’
আসাদুজ্জামান খান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যে অকুতোভয় সৈনিক, তারা সব সময় এটার প্রমাণ দিয়েছেন। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তাঁরা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তাঁরা যথাযথ প্রচেষ্টা নিয়েছিলেন। দুর্ভাগ্য, এতে তারা ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে নমনীয় হবেন কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনো রকমভাবে নাশকতা করে থাকেন, এর শাস্তি তাকে পেতেই হবে। তারপরে আমরা সেটি নির্ধারণ করব।’
এর আগে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজায় অংশ নেন মন্ত্রীসহ অন্যরা।
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
১১ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১৫ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
১৬ ঘণ্টা আগেনারীর প্রতি বৈষম্য দূর করতে নারীবিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেসব দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
১৮ ঘণ্টা আগে