নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি দুর্ঘটনায় যাদেরই গাফিলতি পাওয়া যাবে, শাস্তি তাদের পেতেই হবে। তদন্তের ফলাফল পাওয়ার পরে আমরা সেটি নির্ধারণ করব।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুইটা উচ্চপর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কারও গাফিলতি ছিল কি না কিংবা নাশকতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরিয়েছে কি না—এর সবগুলোই তদন্তের আগে আমরা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না এটাও আমি বিশ্বাস করি।’
আসাদুজ্জামান খান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যে অকুতোভয় সৈনিক, তারা সব সময় এটার প্রমাণ দিয়েছেন। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তাঁরা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তাঁরা যথাযথ প্রচেষ্টা নিয়েছিলেন। দুর্ভাগ্য, এতে তারা ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে নমনীয় হবেন কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনো রকমভাবে নাশকতা করে থাকেন, এর শাস্তি তাকে পেতেই হবে। তারপরে আমরা সেটি নির্ধারণ করব।’
এর আগে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজায় অংশ নেন মন্ত্রীসহ অন্যরা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি দুর্ঘটনায় যাদেরই গাফিলতি পাওয়া যাবে, শাস্তি তাদের পেতেই হবে। তদন্তের ফলাফল পাওয়ার পরে আমরা সেটি নির্ধারণ করব।’
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুইটা উচ্চপর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কারও গাফিলতি ছিল কি না কিংবা নাশকতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরিয়েছে কি না—এর সবগুলোই তদন্তের আগে আমরা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না এটাও আমি বিশ্বাস করি।’
আসাদুজ্জামান খান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যে অকুতোভয় সৈনিক, তারা সব সময় এটার প্রমাণ দিয়েছেন। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তাঁরা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তাঁরা যথাযথ প্রচেষ্টা নিয়েছিলেন। দুর্ভাগ্য, এতে তারা ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে নমনীয় হবেন কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনো রকমভাবে নাশকতা করে থাকেন, এর শাস্তি তাকে পেতেই হবে। তারপরে আমরা সেটি নির্ধারণ করব।’
এর আগে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজায় অংশ নেন মন্ত্রীসহ অন্যরা।
৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করা হবে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংলাপের সমাপ্তি টানা কমিশনের প্রধান লক্ষ্য। সংলাপে আমরা ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছি। ৭টি বিষয় অসমাপ্ত আছে আর ৩টি বিষয়ে আলোচনা হয়নি।
২ ঘণ্টা আগেনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না...
৬ ঘণ্টা আগেএখন চলছে ইলিশের ভরা মৌসুম। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে জেলেরা ইলিশ শিকারে নেমেছিলেন নদী-সাগরে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ধরা পড়ছে না এই মাছ। এর জন্য ভোলায় নদীর তলদেশে অসংখ্য ডুবোচর এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার বর্জ্যের প্রভাবকে...
১০ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
১০ ঘণ্টা আগে