Ajker Patrika

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২৩ এপ্রিল, লাগবে এনআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৫: ৫৪
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ২৩ এপ্রিল, লাগবে এনআইডি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিটপ্রত্যাশীদের দুর্ভোগ কমাতে এবার কমলাপুর স্টেশনসহ চারটি স্থানে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। তাছাড়া টিকিট কেনার সময় যাত্রীদের এনআইডি/জন্ম সনদের ফটোকপি কাউন্টারে দেখাতে হবে। 

আজ বুধবার দুপুরে রেলভবনে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

নূরুল ইসলাম সুজন বলেন, ‘বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। ফলে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্টারে টিকিট কাটার সময় যাত্রীদের এনআইডি/জন্ম সনদের ফটোকপি দেখাতে হবে। একজন যাত্রী চারজনের টিকিট কাটবে সে ক্ষেত্রে চারজনের এনআইডি বা জন্মসনদ দেখাতে হবে না হলে টিকিট দেওয়া হবে না। তাছাড়া প্রতিটি ট্রেনে মহিলা ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটা করে আলাদা কোচ সংযোজন করা হবে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে ট্রেনের অগ্রিম টিকিট যেসব স্টেশনে ভাগ করে দেওয়া হতে পারে সেগুলো হলো, কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্ট  স্টেশন, তেজগাঁও স্টেশন ও ফুলবাড়িয়া (পুরোনো রেলভবন)। ঈদে ৬টি বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল ১ জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল ১ জোড়া। স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে দেওয়া হবে না।’ 

আগামী ২৩ তারিখ থেকে অগ্রিম টিকিট দেওয়া শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২৩ এপ্রিল দেওয়া হতে পারে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট। ২৪ এপ্রিল দেওয়া হতে পারে ২৮ এপ্রিলের টিকিট। ২৫ এপ্রিল দেওয়া হতে পারে ২৯ এপ্রিলের টিকিট। ২৬ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট। ২৭ এপ্রিল দেওয়া হতে পারে ১ মের অগ্রিম টিকিট। এদিকে ঈদযাত্রার ফিরতি টিকিট দেওয়া শুরু হবে ১ মে থেকে। এই  দিন দেওয়া হবে ৫ মের অগ্রিম টিকিট। 

রেলমন্ত্রী বলেন, ‘সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্টেশনের কাউন্টারে এবং সকাল আটটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা স্টেশনের ২৩ কাউন্টার খোলা রাখা হবে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার থাকবে। ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের তিনদিন পূর্বে কন্টেইনার, জ্বালানি তেলবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে না।

ট্রেন সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

রেস্তোরাঁয় পিস্তল হাতে যুগলের খুনসুটি, ভিডিও ভাইরাল

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত