Ajker Patrika

ইন্টারনেট বন্ধ রাখার জন্য ক্ষমা চাইলেন পলক 

নাটোর প্রতিনিধি
ইন্টারনেট বন্ধ রাখার জন্য ক্ষমা চাইলেন পলক 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবায় ‘বিঘ্ন’ ঘটায় সব দায় নিয়ে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

আজ শুক্রবার বিকেলে নাটোরে সিংড়ায় নিজ বাসভবনে সিংড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। 

পলক বলেন, ‘কোটা ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলেছে। এ অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায়ভার নিয়ে আমি ক্ষমা চাচ্ছি।’

রাজনীতিতে ভুল থাকলে সে দায়ও নিজের ওপর নিয়ে পলক বলেন, ‘আমাদের রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তি পর্যায়ে ভুল থাকতে পারে, স্থানীয় রাজনীতিতে ভুল থাকতে পারে। তবে এই ভুলের দায় কখনোই আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়। আমাদের ভুলের জন্য দায়ী যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হন।’ 

শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে, কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটার সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ–মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস, অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে। এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত