Ajker Patrika

করোনার উচ্চ সংক্রমণ: অঞ্চলভিত্তিক সম্পূর্ণ লকডাউনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ জুন ২০২১, ১১: ৫১
করোনার উচ্চ সংক্রমণ: অঞ্চলভিত্তিক সম্পূর্ণ লকডাউনের সুপারিশ

ঢাকা: দেশে চলমান করোনা পরিস্থিতির অবনতি হতে থাকায় সীমান্তবর্তী জেলা ও অধিক সংক্রমিত এলাকাসমূহ সম্পূর্ণ লকডাউনের সুপারিশ করেছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পাশাপাশি সংক্রমণ রোধে উচ্চ সংক্রমিত এলাকা থেকে আন্তজেলা গণপরিবহন বন্ধ করার সুপারিশও করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশব্যাপী জারি করা সরকারি বিধিনিষেধ কঠোরভাবে পালনের পরামর্শ দিয়ে এতে বলা হয়, দেশের সার্বিক করোনা পরিস্থিতির অবনতি ঘটেছে বিশেষ করে সীমান্তবর্তী (রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, নওগাঁ, এবং খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট) এলাকাতে সংক্রমণের উচ্চহার দেখা যাচ্ছে। এ ছাড়া আরও কিছু জেলাতে উচ্চ সংক্রমণ দেখা গেছে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে ভারতীয় ধরনের উপস্থিতি পাওয়া গেছে। এ জন্য রেস্তোরাঁয় খাওয়া বন্ধ করা, সকল প্রকার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা, পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখা দরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তবর্তী জেলাসমূহে অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধের জন্য কঠোর নজরদারির ব্যবস্থা ও টহলের পরিমাণ বাড়ানো প্রয়োজন। তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণে স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেওয়া, প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধ নিশ্চিতকরণের উদ্দেশ্যে কঠোর মনিটরিং জোরদার করা প্রয়োজন। এ ছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিধিনিষেধের প্রয়োগ অব্যাহত রাখারও সুপারিশ করেছে পরামর্শক কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত