Ajker Patrika

শ্রীপুর উপজেলায় গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা হাইকোর্টে বহাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীপুর উপজেলায় গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা হাইকোর্টে বহাল 

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। দুর্জয়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। এতে দুর্জয়ের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

দুর্জয়ের পক্ষে থাকা ব্যারিস্টার আশরাফ আলী সুজন আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে তার নির্বাচনী প্রচার চালাতে বাধা নেই।’

এর আগে বারবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুর্জয়ের উপস্থিতিতে শুনানি করে গত ১৫ মে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন দুর্জয়। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই।

আগামী ২১ মে ভোটগ্রহণ হবে এ উপজেলায়। ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন দুর্জয়। আনারস প্রতীক নিয়ে নির্বাচনে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল। এ ছাড়া মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শামীম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত