নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঁচ ছাত্র। পরিবারও অভিজাত। শখের বসে বন্ধুদের মাধ্যমে ভয়ানক মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) সেবন শুরু। তারপর হয়ে উঠে এলএসডির বিক্রেতা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুরিয়ার ও লাগেজ পার্টির মাধ্যমে এলএসডি এনে ঢাকায় বিক্রি করেন। নিজেরা বিক্রির পাশাপাশি ১৩ থেকে ১৪টি চক্র গড়ে তুলেছেন তাঁরা।
এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হল-সাইফুল ইসলাম সাইফ (২০), মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও সিরাজুস সালেকিন (২৪)। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২ হাজার মাইক্রোগ্রাম এলএসডি, গাঁজা ও আইস।
রোববার সন্ধ্যায় পল্টন থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মো. আ. আহাদ জানান, শনিবার রাতে খিলগাঁওয়ের মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে সাইফুল, সাকিব ও আকিবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলের নেতা সাইফুলের কাছ থেকে এলএসডি মিশ্রিত তিনটি ব্লট পেপার উদ্ধার করা হয়। অপর দুই আসামির কাছ থেকেও একটি করে পেপার ব্লট উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারার বারিধারা চৌধুরী লাউঞ্জ থেকে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে এলএসডি ও আইস উদ্ধার করা হয়। পরে নাজমুলের শ্বশুরবাড়ি বনানী থেকে চারটি রঙিন ব্লটে এলএসডি উদ্ধার করা হয়।
উপকমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা গত এক বছর ধরে এলএসডি সেবন ও ব্যবসা করে আসছিলেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে এলএসডি মাদক কিনে কুরিয়ার ও বিভিন্ন ব্যাগেজের মাধ্যমে দেশে আনতো তাঁরা। এ চক্রে আরও অনেক সদস্য রয়েছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, এখন পর্যন্ত আমরা চৌদ্দ-পনেরটি এলএসডি মাদক সেবন ও বিক্রির গ্রুপের সন্ধান পেয়েছি। যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা এলএসডি মাদক সেবনের পাশাপাশি ব্যবসা করত। আমরা অন্যান্য গ্রুপগুলোকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু তদন্ত করতে গিয়ে দশটি এলএসডি মাদক মিশ্রিত ব্লটার পেপার উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ইউরোপের বিভিন্ন দেশে এলএসডি মাদক পুরোনো হলেও সম্প্রতি বাংলাদেশে এর ব্যবহার শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত তরুণেরা ডার্ক ওয়েব ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এলএসডি মাদক কিনে এনে বিক্রি করছে।
ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঁচ ছাত্র। পরিবারও অভিজাত। শখের বসে বন্ধুদের মাধ্যমে ভয়ানক মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) সেবন শুরু। তারপর হয়ে উঠে এলএসডির বিক্রেতা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে কুরিয়ার ও লাগেজ পার্টির মাধ্যমে এলএসডি এনে ঢাকায় বিক্রি করেন। নিজেরা বিক্রির পাশাপাশি ১৩ থেকে ১৪টি চক্র গড়ে তুলেছেন তাঁরা।
এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হল-সাইফুল ইসলাম সাইফ (২০), মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও সিরাজুস সালেকিন (২৪)। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২ হাজার মাইক্রোগ্রাম এলএসডি, গাঁজা ও আইস।
রোববার সন্ধ্যায় পল্টন থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি মো. আ. আহাদ জানান, শনিবার রাতে খিলগাঁওয়ের মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে থেকে সাইফুল, সাকিব ও আকিবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় দলের নেতা সাইফুলের কাছ থেকে এলএসডি মিশ্রিত তিনটি ব্লট পেপার উদ্ধার করা হয়। অপর দুই আসামির কাছ থেকেও একটি করে পেপার ব্লট উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারার বারিধারা চৌধুরী লাউঞ্জ থেকে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে এলএসডি ও আইস উদ্ধার করা হয়। পরে নাজমুলের শ্বশুরবাড়ি বনানী থেকে চারটি রঙিন ব্লটে এলএসডি উদ্ধার করা হয়।
উপকমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা গত এক বছর ধরে এলএসডি সেবন ও ব্যবসা করে আসছিলেন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে এলএসডি মাদক কিনে কুরিয়ার ও বিভিন্ন ব্যাগেজের মাধ্যমে দেশে আনতো তাঁরা। এ চক্রে আরও অনেক সদস্য রয়েছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, এখন পর্যন্ত আমরা চৌদ্দ-পনেরটি এলএসডি মাদক সেবন ও বিক্রির গ্রুপের সন্ধান পেয়েছি। যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা এলএসডি মাদক সেবনের পাশাপাশি ব্যবসা করত। আমরা অন্যান্য গ্রুপগুলোকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যু তদন্ত করতে গিয়ে দশটি এলএসডি মাদক মিশ্রিত ব্লটার পেপার উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ইউরোপের বিভিন্ন দেশে এলএসডি মাদক পুরোনো হলেও সম্প্রতি বাংলাদেশে এর ব্যবহার শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত তরুণেরা ডার্ক ওয়েব ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এলএসডি মাদক কিনে এনে বিক্রি করছে।
ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে করা ৬টি মামলায় অভিযোগপত্র দিয়েছে দুদক।
২২ মিনিট আগেআজ মঙ্গলবার কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি আরও বলেন, ‘আমরা এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করছি।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। গত ১০ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। দেশের ইতিহাসে প্রথম কোনো আইজিপির বিরুদ্ধে এই নোটিশ জারি হলো।
২ ঘণ্টা আগেপ্রথম পর্যায়ের আলোচনায় বিএনপির সঙ্গে কিছু বিষয়ে একমত হওয়া গেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে। মতভিন্নতার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অনেকগুলো ক্ষেত্রে তারা নীতিনির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী
৫ ঘণ্টা আগে