নিজস্ব প্রতিবেদক
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জন। গতকাল বুধবার করোনায় ৩ জন মারা যান।
এ ছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের। গতকাল ছিল ৩১২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গত শনিবার দেড় বছরের বেশি সময় পর প্রথমবারের মতো মৃত্যুশূন্য ছিল দেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৬৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী। এ সময়ে ঢাকায় ৬ , চট্টগ্রামে ১, রাজশাহীতে ১, খুলনায় ১ এবং রংপুরে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জন। গতকাল বুধবার করোনায় ৩ জন মারা যান।
এ ছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের। গতকাল ছিল ৩১২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গত শনিবার দেড় বছরের বেশি সময় পর প্রথমবারের মতো মৃত্যুশূন্য ছিল দেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৬৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী। এ সময়ে ঢাকায় ৬ , চট্টগ্রামে ১, রাজশাহীতে ১, খুলনায় ১ এবং রংপুরে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
পাঁচটি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর মধ্য থেকে ১২১টি প্রস্তাব আশু বাস্তবায়নের জন্য চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে দুটি বিষয় রয়েছে, যেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে। কিন্তু সরকার এ দুটি বিষয়ও অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগেসামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতাভোগীর সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৪০২ জন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া আগামী অর্থবছরে বিভিন্ন কর্মসূচিতে ভাতার পরিমাণ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা করে বাড়ানো হবে। এ জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে।
৮ ঘণ্টা আগেঅবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
১০ ঘণ্টা আগেতাপপ্রবাহের কারণে দেশের নিম্ন আদালতে আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে আজ সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
১০ ঘণ্টা আগে