Ajker Patrika

কোটা আন্দোলন: মিরপুরে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদ সিএমএইচে মারা গেছেন

জবি সংবাদদাতা 
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৭: ৫৫
কোটা আন্দোলন: মিরপুরে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদ সিএমএইচে মারা গেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন।

আজ বুধবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘আমি সিএমএইচে আসলাম। বেলা ২টা ১৫ মিনিটের দিকে আমাদের শিক্ষার্থী সাজিদ মৃত্যুবরণ করেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত।’

সাজিদের বন্ধু মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘সাজিদ আর বেঁচে নেই, কেউ কল দেবেন না প্লিজ। ২টা ১৫ মিনিটে সাজিদ আল্লাহর কাছে চলে গেয়েছে। সবাই দোয়া করেন প্লিজ।’

মো. মাহমুদুল হাসান বলেন, বাদ আসর সিএমএইচে সাজিদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

৪ আগস্ট বিকেল ছয়টার দিকে মিরপুর ১০-এ গুলিবিদ্ধ হন সাজিদ। তখনই তাঁকে মিরপুর ১২-এর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত