Ajker Patrika

এনটিআরসিএ’র ১৪তম নিবন্ধনে ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এনটিআরসিএ’র ১৪তম নিবন্ধনে ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৪৮৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক তিনটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রায় দেন। রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

২০১৭ সালে ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০১৮ সালের ২৭ নভেম্বর উত্তীর্ণ ১৮ হাজার ৩১২ জনের তালিকা প্রকাশ করা হয়। ওই সময় উত্তীর্ণ অনেকে নিয়োগ পেলেও বঞ্চিত হন অনেকে। পরে নিয়োগ বঞ্চিত ৪৮৩ জন হাইকোর্টে পৃথক তিনটি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছর রুল জারি করেন আদালত। রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেওয়া হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান আসাদ ও মো. ফারুক হোসেন। এনটিআরসিএ’র পক্ষে ছিলেন কামরুজ্জামান ভূইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত