Ajker Patrika

বিদেশি এয়ারলাইনসের আটকে থাকা ৩২০ মিলিয়ন ডলার পরিশোধের আহ্বান

আপডেট : ০৫ জুন ২০২৪, ১২: ৪৩
বিদেশি এয়ারলাইনসের আটকে থাকা ৩২০ মিলিয়ন ডলার পরিশোধের আহ্বান

বিদেশি এয়ারলাইনসগুলোর ৩২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ আটকে আছে বাংলাদেশে। বিশ্বের এয়ারলাইনগুলোর ট্রেড অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

আইএটিএ বলছে, বাংলাদেশ ছাড়াও পাকিস্তানে আটকে রয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলার, আলজেরিয়ায় ২৮৬ মিলিয়ন মার্কিন ডলার, এক্সএএফ জোনে (মধ্য আফ্রিকার ছয়টি দেশ) ১৫১ মিলিয়ন মার্কিন ডলার, ইথিওপিয়ায় ১৪৯ মিলিয়ন মার্কিন ডলার, লেবাননে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার, ইরিত্রিয়ায় ১১৬ মিলিয়ন মার্কিন ডলার এবং জিম্বাবুয়েতে ৬৯ মিলিয়ন মার্কিন ডলার। এসব দেশে এয়ারলাইন্সগুলোর আয় করা অর্থ ৩৭ মাস থেকে ১১৬ মাস পর্যন্ত আটকা পড়েছে, যা প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। 

বাংলাদেশে সমস্যাটির সমাধান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (বাংলাদেশ ব্যাংক) হাতে রয়েছে বলে উল্লেখ করেছে আইএটিএ। আইএটিএ বলছে, আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি মুদ্রায় আকাশপথে উড়োজাহাজ চলাচলের এক্সেসকে অগ্রাধিকার দিতে হবে। 

আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে অবশ্যই এসব অর্থ অবিলম্বে ছাড় করতে হবে, যাতে এসব দেশে যেসব এয়ারলাইনস যাত্রী পরিবহন করছে, তারা যেন প্রয়োজনীয় আকাশ যোগাযোগ চলমান রাখতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত