নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আঞ্চলিক রেকর্ড গড়ে মাত্র ১০ দিনে হিমালয়ের চারটি চূড়া জয় করেছেন দুই বাংলাদেশি তরুণ। পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান ওজিল সর্বনিম্ন সময়ে হিমালয়ের পশ্চিমাঞ্চলের চারটি চূড়া জয় করেছেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ শীর্ষক অভিযানটিতে বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী কাং ইয়াৎসে-২ (৬ হাজার ২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬ হাজার ২১৪ মিটার), রিগিওনি মাল্লাই রি-১ (৬ হাজার ১২০ মিটার) ও কঙ্গা রি (৫ হাজার ৭৫৫ মিটার) পর্বতচূড়ায় আরোহণ করেন মাত্র ১০ দিনে।
অভিযানটি ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ লাদাখে অনুষ্ঠিত হয়। এলাকাটি ‘মিনি তিব্বত’ নামেও পরিচিত। গত ৪ সেপ্টেম্বর অভিযাত্রী দলটি ঢাকা ত্যাগ করে এবং পরদিন লাদাখের রাজধানী লেহতে পৌঁছায়।
প্রয়োজনীয় পারমিট ও সরঞ্জাম সংগ্রহ শেষে গত ৮ সেপ্টেম্বর দলটি ট্র্যাক শুরু করে এবং দুদিন পর ১০ সেপ্টেম্বর কাং ইয়াৎসে-২ পর্বতের বেজ ক্যাম্পে পৌঁছায়। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে পর্বতের চূড়ার উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করেন এবং দুপুর ১২টা ৮ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ২৫৪ মিটার উঁচুতে কাং ইয়াৎসে-২-এর চূড়ায় পৌঁছান।
সেখান থেকে দলটি তাদের বেজ ক্যাম্প রিগিওনি মাল্লাই রি সরিয়ে নেন। ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে তাঁরা আবারও চূড়ার উদ্দেশে রওনা হন। টানা ১২ ঘণ্টা আরোহণের পর ৬ হাজার ১২০ মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হন তাঁরা। ১৯ সেপ্টেম্বর তাঁরা কঙ্গা রিতে আরোহণ করেন এবং ২০ সেপ্টেম্বর বিকেলে ৬ হাজার ২১৪ মিটার উঁচু জো জঙ্গো ইস্ট-এর চূড়ায় আরোহণ করে অভিযানটি সফলভাবে শেষ করেন।
বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে এক অভিযানে একাধিক পর্বতচূড়া জয়ের এটিই প্রথম নজির। এই সফল অভিযানটি ভবিষ্যৎ পর্বতারোহীদের সামনে এক নতুন মাইলফলক হিসেবে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ নামের অভিযানটির আয়োজন করে পর্বতারোহণ ভিত্তিক অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি। সংগঠনটি তরুণদের কর্মশালা, প্রশিক্ষণ, প্রকাশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণদের ট্রেকিং ও পর্বতারোহণের মতো প্রতিযোগিতামূলক কার্যক্রমে যুক্ত হতে প্রেরণা দেয়। ভ্রমণ বিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘গোজায়ান’ অভিযানটিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে। অভিযানটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার। এ ছাড়া ট্রাভেলার্স অব বাংলাদেশ, দ্য কোয়েস্ট এবং বায়ো আরেকা লিমিটেড অভিযানটিতে সহযোগিতা করে।
আঞ্চলিক রেকর্ড গড়ে মাত্র ১০ দিনে হিমালয়ের চারটি চূড়া জয় করেছেন দুই বাংলাদেশি তরুণ। পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান ওজিল সর্বনিম্ন সময়ে হিমালয়ের পশ্চিমাঞ্চলের চারটি চূড়া জয় করেছেন। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ শীর্ষক অভিযানটিতে বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী কাং ইয়াৎসে-২ (৬ হাজার ২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬ হাজার ২১৪ মিটার), রিগিওনি মাল্লাই রি-১ (৬ হাজার ১২০ মিটার) ও কঙ্গা রি (৫ হাজার ৭৫৫ মিটার) পর্বতচূড়ায় আরোহণ করেন মাত্র ১০ দিনে।
অভিযানটি ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ লাদাখে অনুষ্ঠিত হয়। এলাকাটি ‘মিনি তিব্বত’ নামেও পরিচিত। গত ৪ সেপ্টেম্বর অভিযাত্রী দলটি ঢাকা ত্যাগ করে এবং পরদিন লাদাখের রাজধানী লেহতে পৌঁছায়।
প্রয়োজনীয় পারমিট ও সরঞ্জাম সংগ্রহ শেষে গত ৮ সেপ্টেম্বর দলটি ট্র্যাক শুরু করে এবং দুদিন পর ১০ সেপ্টেম্বর কাং ইয়াৎসে-২ পর্বতের বেজ ক্যাম্পে পৌঁছায়। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে পর্বতের চূড়ার উদ্দেশে তাঁরা যাত্রা শুরু করেন এবং দুপুর ১২টা ৮ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ২৫৪ মিটার উঁচুতে কাং ইয়াৎসে-২-এর চূড়ায় পৌঁছান।
সেখান থেকে দলটি তাদের বেজ ক্যাম্প রিগিওনি মাল্লাই রি সরিয়ে নেন। ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে তাঁরা আবারও চূড়ার উদ্দেশে রওনা হন। টানা ১২ ঘণ্টা আরোহণের পর ৬ হাজার ১২০ মিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম হন তাঁরা। ১৯ সেপ্টেম্বর তাঁরা কঙ্গা রিতে আরোহণ করেন এবং ২০ সেপ্টেম্বর বিকেলে ৬ হাজার ২১৪ মিটার উঁচু জো জঙ্গো ইস্ট-এর চূড়ায় আরোহণ করে অভিযানটি সফলভাবে শেষ করেন।
বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে এক অভিযানে একাধিক পর্বতচূড়া জয়ের এটিই প্রথম নজির। এই সফল অভিযানটি ভবিষ্যৎ পর্বতারোহীদের সামনে এক নতুন মাইলফলক হিসেবে থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশি দুই তরুণ পর্বতারোহী।
‘গোজায়ান এক্সপেডিশন লাদাখ’ নামের অভিযানটির আয়োজন করে পর্বতারোহণ ভিত্তিক অ্যাডভেঞ্চার কমিউনিটি অদ্রি। সংগঠনটি তরুণদের কর্মশালা, প্রশিক্ষণ, প্রকাশনা ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণদের ট্রেকিং ও পর্বতারোহণের মতো প্রতিযোগিতামূলক কার্যক্রমে যুক্ত হতে প্রেরণা দেয়। ভ্রমণ বিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘গোজায়ান’ অভিযানটিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে। অভিযানটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার। এ ছাড়া ট্রাভেলার্স অব বাংলাদেশ, দ্য কোয়েস্ট এবং বায়ো আরেকা লিমিটেড অভিযানটিতে সহযোগিতা করে।
ঐকমত্য কমিশনে নারী আসন বিষয়ে গত ১৪ জুলাই থেকে অন্তত চার দিন আলোচনা হয়েছে। এই আলোচনায় বিএনপি, জামায়াত, সিপিবি, বাসদ, এলডিপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল নারী প্রতিনিধি ছাড়াই অংশ নিয়েছে। কমিশনের আলোচনায় এনসিপি, জেএসডি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাসদ
৬ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৫ আগস্ট জুলাই জাতীয় সনদ ঘোষণা করতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের সংলাপ শেষে সনদ প্রণয়নের পথে অগ্রসর হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়া চূড়ান্ত করে দলগুলোর মতামত ও স্বাক্ষর নেওয়ার কাজটুকুই এখন বাকি। তবে সনদের বাস্তবায়নপ্রক্রিয়া
৭ ঘণ্টা আগেদর-কষাকষির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমিয়ে আনার বিষয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কি না। আমরা তো ফল আনলাম এবং যেটা আনলাম, আমাদের প্রতিযোগীদের যে রেঞ্জে, সেই রেঞ্জে।’ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা
৮ ঘণ্টা আগেবাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কারে কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি খোলাচিঠি দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞেরা। তাঁরা এই সুপারিশগুলোকে আগামী ‘জুলাই চার্টার ২০২৫’-এ অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
১১ ঘণ্টা আগে